ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত, ৩৪ বছর বয়সে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্নপূরণ বলিউড তারকার

ফিটনেসের জন্য বিখ্যাত বলিউড তারকা টাইগার শ্রফ। তিনি এখনও বলিউডের প্রথম সারির নায়ক হয়ে উঠতে পারেননি। তবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে অভিনয়ের বাইরে নিজের অন্য স্বপ্নপূরণ করে ফেললেন টাইগার।

Soumya Gangully | Published : Oct 31, 2024 10:08 AM IST
18
মুম্বই এফসি-র হয়ে মুম্বই প্রিমিয়ার লিগে খেলছেন বলিউড তারকা টাইগার শ্রফ

ছোটবেলা থেকেই পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা টাইগার শ্রফ। তিনি জাতীয় দলের হয়ে খেলতে চাইতেন। সেই স্বপ্নপূরণ না হলেও, ৩৪ বছর বয়সে পেশাদার ফুটবলার হয়ে গেলেন এই অভিনেতা। বুধবার মুম্বই প্রিমিয়ার লিগে মুম্বই এফসি-র হয়ে খেললেন টাইগার। তাঁর দল এই ম্যাচে জয়ও পেল।

28
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত টাইগার শ্রফ ৭ নম্বর জার্সি পরে খেলছেন

বুধবার টাইগার শ্রফকে ৭ নম্বর জার্সি পরে খেলতে দেখা গেল। তাঁর ড্রিবল, বল নিয়ে দৌড়, শট অনুরাগীদের নজর কেড়ে নিল।

38
বলিউডের ছবিতে অভিনয় করার পাশাপাশি নিয়মিত ফুটবল খেলা চালিয়ে যেতে চান টাইগার শ্রফ

টাইগার শ্রফকে নিয়মিত ফুটবল খেলতে দেখা যায়। তবে এবার তিনি পেশাদার ফুটবলার হিসেবে মাঠে নামলেন। এবার মুম্বই প্রিমিয়ার লিগে খেলছে ৬ দল। মুম্বই এফসি-কে চ্যাম্পিয়ন করাই টাইগারের লক্ষ্য।

48
সম্প্রতি অভিনয়ে সাফল্য পাচ্ছেন না, এবার কি ফুটবলেই মন দেবেন টাইগার শ্রফ?

গত কয়েক বছরে বলিউডে সাফল্য পাননি টাইগার শ্রফ। তাঁর একের পর এক ছবি দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে এবার পেশাদার ফুটবলে নিজের দক্ষতার পরিচয় দিচ্ছেন টাইগার।

58
অভিনয় থেকে বিরতি পেলেই ফুটবল খেলেন, ফলে ফিটনেস ধরে রাখতে পেরেছেন টাইগার শ্রফ

টাইগার শ্রফ জানিয়েছেন, ‘আমি অ্যাকশন হিরো। ফলে আমার কাছে খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার জীবনের সেরা বিষয় খেলা। আমার যখনই শ্যুটিং থাকে না, তখনই ফুটবল খেলি। আমি কোনওদিন পড়াশোনায় ভালো ছিলাম না। কিন্তু আমি সবসময় খেলায় ১০০ শতাংশ দিতাম।’

68
স্কুলে পড়ার সময় থেকেই ফুটবল খেলছেন, ফলে টাইগার শ্রফের মধ্যে স্পোর্টসম্যান স্পিরিট আছে

বলিউডে কাজ করছেন বেশ কিছুদিন হল। তবে এখনও পর্যন্ত সেভাবে কোনও বিতর্কে জড়িয়ে পড়েননি টাইগার শ্রফ। ফুটবল মাঠের অভিজ্ঞতাই তাঁকে সবার সঙ্গে মিলে-মিশে কাজ করতে সাহায্য করছে।

78
স্কুলে পড়ার সময় থেকেই পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন টাইগার শ্রফ

এক সাক্ষাৎকারে টাইগার শ্রফ জানিয়েছেন, 'আমি ছোটবেলা থেকেই ফুটবলার হতে চাইতাম। স্কুলে পড়ার সময় আমার জীবনের অন্যতম অঙ্গ ছিল ফুটবল। আমার দেশের হয়ে খেলার স্বপ্ন অবশ্য পূরণ হয়নি।'

88
শুক্রবার মুক্তি পেতে চলেছে টাইগার শ্রফের নতুন চলচ্চিত্র 'সিংঘম এগেইন'

রোহিত শেট্টির ছবি 'সিংঘম এগেইন'-এ অভিনয় করেছেন টাইগার শ্রফ। এই ছবি বক্স অফিসে সাফল্য পাবে বলে আশায় টাইগার।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos