
FIFA World Cup 2026 Boycott Calls: সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) আসন্ন বিশ্বকাপ ফুটবল বয়কট করার আহ্বান জানালেন প্রাক্তন ফিফা সভাপতি শ্যেপ ব্লাটার (Sepp Blatter)। তিনি নিরাপত্তা, নাগরিক অধিকার, ভ্রমণে নিষেধাজ্ঞা এবং অভিবাসন নীতির কথা উল্লেখ করেছেন। বিশ্বকাপের আগে অভিবাসন নীতি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। এবার প্রাক্তন ফিফা প্রেসিডেন্টও সরব হওয়ায় বিষয়টি অন্য মাত্রা পেল। ১১ জুন শুরু হতে চলেছে বিশ্বকাপ। ফাইনাল হবে ১৯ জুলাই। মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ব্যবস্থাপনা, সুরক্ষা এবং দর্শকদের প্রবেশাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। ফিফার উপরেও চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সুইৎজারল্যান্ডের (Switzerland) দুর্নীতি-দমন সংক্রান্ত আইনজীবী মার্ক পিয়েথের (Mark Pieth) পাশে দাঁড়িয়েছে ব্লাটার। মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে অন্য দেশগুলির ফুটবলপ্রেমীদের ভ্রমণের জন্য আদর্শ জায়গা কি না, সেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট।
পিয়েথ ফিফার স্বাধীন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই সংস্কারের ডাক দিচ্ছেন। সুইস সংবাদপত্র ডেয়ার বান্টকে (Der Bund) দেওয়া সাক্ষাৎকারে পিয়েথ বলেছেন, 'আমরা যা আলোচনা করেছি, সে সব যদি বিবেচনা করি, তাহলে সমর্থকদের একটিই পরামর্শ দিতে পারি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকুন।' তাঁর মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে অন্য দেশগুলির সমর্থকদের সঙ্গে কঠোর আচরণ করা হতে পারে। সরকারি আধিকারিকদের সন্তুষ্ট করতে না পারলে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যাবে না। কোনও সমর্থক সৌভাগ্যবান হলে তাঁকে পরের উড়ানেই নিজের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে। তেমন সৌভাগ্যবান না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পিয়েথের এই বক্তব্য সমর্থন করে ব্লাটার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘আমার মনে হয় মার্ক পিয়েথ এই বিশ্বকাপ নিয়ে যে প্রশ্ন তুলেছেন তা ঠিক।’
মার্কিন যুক্তরাষ্ট্রে যে অভিবাসন নীতি জারি করা হয়েছে, অনেকেই তার সমালোচনা করছেন। সে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। ফলে ট্রাম্পের দেশে বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে সমস্যায় পড়েছে ফিফা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।