
ISL 2026: কেরালা ব্লাস্টার্স এফসি তাদের আক্রমণভাগকে শক্তিশালী করতে নতুন বিদেশি তারকা হিসেবে ফরাসি উইঙ্গার কেভিন ইয়োককে সই করাল (kerala blasters latest news)। ২৯ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে চুক্তির কথা ক্লাব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে (kerala blasters transfer news)।
দুটি উইংয়েই খেলতে সক্ষম ইয়োক তাঁর চোরাগতির জন্য বেশি পরিচিত। ১.৮২ মিটার লম্বা এই ফুটবলারের দুটি পা বেশ ভালো চলে। যা ব্লাস্টার্সের আক্রমণে আরও বৈচিত্র্য নিয়ে আসবে বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট।
গ্রিসের পেশাদার ফুটবল লিগে খেলার অভিজ্ঞতাকে সঙ্গে করেই কেরালা ব্লাস্টার্সে যোগ দিচ্ছেন কেভিন ইয়োক। গত ২০২৪-২৫ মরশুমে, গ্রিক সুপার লিগে লেভাদিয়াকোস এফসি-র হয়ে খেলেছেন তিনি। পরে পিএই চানিয়া ক্লাবের হয়েও প্রতিনিধিত্ব করেন। প্যারিস সেন্ট-জার্মেইয়ের যুব অ্যাকাডেমি থেকে উঠে আসা ইয়োক তাঁর ক্যারিয়ারে এখনও পর্যন্ত ৮৪টি ম্যাচে ৭টি গোল এবং ১৩টি অ্যাসিস্ট করেছেন। গ্রিস এবং ফ্রান্সের লিগে খেলার এই অভিজ্ঞতা আইএসএল-এর জন্যও উপকারী হবে বলে ধারণা তাঁর।
কেরালা ব্লাস্টার্সের সিইও অভিক চ্যাটার্জি বলেন, “কেভিন একজন প্রযুক্তিগতভাবে দক্ষ উইঙ্গার। ইউরোপীয় ফুটবলে তাঁর অভিজ্ঞতা আমাদের খেলার ধরনের জন্য উপকারী হবে। আমরা মনে করি যে, আসন্ন মরশুমে দলের আক্রমণভাগে কেভিনের উপস্থিতি সহায়ক হবে। আমরা কেভিনকে ব্লাস্টার্স পরিবারে আন্তরিকভাবে স্বাগত জানাই।" মরশুম শুরুর আগে প্রি-সিজন ট্রেনিং ক্যাম্পে তিনি শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা যাচ্ছে।
অন্যদিকে, আগেই শক্তিশালী করতে জার্মান ফরোয়ার্ড মার্লন রুস ট্রুজিলোকে সই করিয়ে ফেলেছে কেরালা ব্লাস্টার্স। প্রসঙ্গত, আইএসএল শুরুর দিন নিশ্চিত হতেই কোমর বেঁধে নেমে পড়েছে আইএসএল-এর ক্লাবগুলি। আর সেই জায়গায় দাঁড়িয়ে, পিছিয়ে নেই কেরালা ব্লাস্টার্সও।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।