ISL 2026: আইএসএল-এর ব্রডকাস্টিং রাইটস কিনতে আগ্রহী চার সংস্থা, এগিয়ে কারা?

Published : Jan 26, 2026, 05:48 PM IST
ISL 2026

সংক্ষিপ্ত

ISL 2026: মোট চারটি সংস্থা আইএসএল-এর ম্যাচগুলি সম্প্রচার করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। সোনি স্পোর্টস নেটওয়ার্ক, জি এন্টারটেইনমেন্ট, ফ্যানকোড এবং টু সার্কেলস বলে এই চারটি সংস্থার মধ্যে কোনও একটির হাতে এবার যেতে পারে আইএসএল-এর ব্রডকাস্টিং রাইটস।

ISL 2026: আইএসএল-এর সম্প্রচার এবার কোন চ্যানেলে। তা নিয়ে সন্দিহান ফুটবলপ্রেমী জনতা। এবার সেই বিষয়েই চলে এল বড় আপডেট। আসন্ন মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ তথা দেশের অন্যতম সেরা মেগা ফুটবল প্রতিযোগিতা আইএসএল শুরু হতে চলেছে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে। ভালোবাসার দিনেই শুরু ফুটবলের উদযাপন। 

কিন্তু খেলা দেখা যাবে কোন চ্যানেলে? ইতিমধ্যেই আইএসএল ব্রডকাস্টিং রাইটস সংক্রান্ত টেন্ডার প্রকাশ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। যে যে সংস্থা এই বিষয়ে আগ্রহী হবে, তাদের পক্ষ থেকে টেন্ডার জমা দিতে হবে আগামী ১ ফেব্রুয়ারি, বিকেল পাঁচটার মধ্যে (isl broadcasting rights contract)। এরপর সেই টেন্ডার খুলে দেখার দিন ধার্য করা হয়েছে আগামী ২ ফেব্রুয়ারি। মোট ৩৯ পাতার টেন্ডার প্রকাশ করেছে এআইএফএফ (isl broadcasting rights price)।

চারটি জায়ান্ট ব্রডকাস্টিং সংস্থা আগ্রহ প্রকাশ করেছে

জানা যাচ্ছে, ইতিমধ্যেই চারটি জায়ান্ট ব্রডকাস্টিং সংস্থা আগ্রহ প্রকাশ করেছে এই বিষয়ে। এমনকি, সেই চার সংস্থার কর্তাদের সঙ্গে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এবং ডেপুটি সেক্রেটারি জেনারেল এম. সত্যনারায়ণ সহ আরও কয়েকজন এআইএফএফ অফিশিয়াল একটি বৈঠকও সেরে ফেলেছেন। 

সূত্রের খবর, সেই এক ঘণ্টার বৈঠকে টেন্ডার সংক্রান্ত আলোচনা ছাড়াও ম্যাচ ব্রডকাস্টিং এবং লাইভ স্ট্রিমিং-এর বিষয়েও বেশ কিছু আলোচনা হয়েছে। 

মোট চারটি সংস্থা আইএসএল-এর ম্যাচগুলি সম্প্রচার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। সোনি স্পোর্টস নেটওয়ার্ক, জি এন্টারটেইনমেন্ট, ফ্যানকোড এবং টু সার্কেলস, এই চারটি সংস্থার মধ্যে কোনও একটির হাতে এবার যেতে পারে আইএসএল-এর ব্রডকাস্টিং রাইটস। 

লাইভ প্রোডাকশন এবং স্ট্রিমিং

প্রসঙ্গত, এই তালিকায় থাকা তিনটি সংস্থা এর আগেও ভারতীয় ফুটবলের সঙ্গে কাজ করেছে। যেমন সোনি স্পোর্টস নেটওয়ার্ক ডুরান্ড কাপ সম্প্রচার করেছে। একদা জি এন্টারটেইনমেন্টের স্পোর্টস চ্যানেল জি স্পোর্টসে আই লিগ সম্প্রচারিত হত ২০০৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত। তারা ফেডারেশন কাপও সম্প্রচার করত। সেই চ্যানেলটি অবশ্য অনেক আগেই বন্ধ হয়ে যায়। তবে ফের একবার জি এন্টারটেইনমেন্ট যদি টেলিভিশন স্বত্ব পায়, তাহলে কোন চ্যানেলে খেলা দেখানো হবে, তা পরিষ্কার নয়। 

অন্যদিকে, কাফা নেশনস কাপ এবং এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ সম্প্রচার করেছে ফ্যানকোড। তবে টু সার্কেলস বলে সংস্থাটি একেবারেই নতুন। এটি মূলত গ্রেট ব্রিটেনের একটি সংস্থা। ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। স্পোর্টস এবং এন্টারটেইনমেন্ট সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তারা। এরপর ২০২৪ সালে, স্প্রিং মিডিয়া গ্রুপ এই সংস্থাটিকে অধিগ্রহণ করে নেয়। তারপর থেকেই লাইভ প্রোডাকশন এবং স্ট্রিমিং ব্যবসা শুরু করে তারা। 

কীভাবে বেছে নেওয়া হবে?

তবে এই চার সংস্থার বাইরেও আসন্ন আইএসএল সম্প্রচারের তালিকায় দূরদর্শনের নামও রয়েছে। তবে তাদের তরফ থেকে এই বৈঠকে কেউ উপস্থিত ছিলেন না। আসলে যেহেতু এটি একটি সরকারি সংস্থা তাই তাদের সংবিধান অনুযায়ী, টেন্ডারে অংশগ্রহণ করার কোনও অনুমতি নেই। তবে প্রয়োজনে তারা আসতে পারে, সেই রাস্তা এখনও খোলা আছে। গুণমান এবং খরচের উপর ভিত্তি করে ব্রডকাস্টিং সংস্থা নির্বাচন করা হবে। টেকনিক্যাল গুণমান মোট স্কোরের ৭০% থাকতে হবে। ৩০% বাণিজ্যিক মানের উপর ভিত্তি করে নির্ধারিত হবে।

পাশাপাশি যে সংস্থা দায়িত্ব পাবে, তাদের নেটওয়ার্থ মোট ১০ কোটি টাকা এবং তিনটি আর্থিক বছরে গড় আয়ও ১০ কোটি টাকা হতে হবে। তবে এখনও কোনও সংস্থার নামই চূড়ান্ত করা হয়নি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ISL 2026: জার্মান ফুটবলারের পর এবার কেরালা ব্লাস্টার্সে ফরাসি উইঙ্গার কেভিন ইয়োক? বড় আপডেট
Mexico Gun Violence: মেক্সিকোর স্টেডিয়ামে বন্দুকবাজের হামলা! মৃত্যু ১১ জনের, বিশ্বকাপের আগে প্রশ্নের মুখে নিরাপত্তা