Brazil vs Argentina: দু'পক্ষের সংঘর্ষে উত্তপ্ত মারাকানা স্টেডিয়াম, মাঠ ছাড়লেন মেসি, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে রণক্ষেত্র ময়দান

টানটান উত্তেজনার এই ম্যাচের আগেই কার্যত রণক্ষেত্রের রূপ নিল মারাকানা স্টেডিয়াম। দুই দলের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় চরমে পৌঁছল উত্তেজনা।

বুধবার ২০২৬ সালের বিশ্বকাপের নির্বাচন পর্বে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা। তবে টানটান উত্তেজনার এই ম্যাচের আগেই কার্যত রণক্ষেত্রের রূপ নিল মারাকানা স্টেডিয়াম। দুই দলের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় চরমে পৌঁছল উত্তেজনা। ঘটনার প্রতিবাদে স্টেডিয়াম ছাড়লেন লিওনেসল মেসি। খেলা শুরুর আগেই দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাক্ষী থাকল রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়াম। ঘটনার প্রতিবাদে সতীর্থদের নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি। যার জেরে ৩০ মিনিট স্থগিত রাখা হয় খেলা।

বুধবার ভোর ৬টা থেকে ছিল বহু প্রত্যাশিত ব্রাজিল-আর্জেন্টিনার খেলা। ২০২৬ সালের বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচের জন্য মুখোমুখি হয়েছিল দক্ষিণ আমেরিকান ফুটবলের দুই শক্তিশালী দেশ। সূচি অনুযায়ীই নিজের নিজের দেশের জাতীয় সঙ্গীত গাইতে লাইনে দাঁড়িয়েছিলেন ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবলাররা। কিন্তু এরপরই সমস্যার সূত্রপাত হয়। স্টেডিয়ামের গ্যালারিতে থাকা দু’দেশের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। সংঘর্ষ ক্রমে ভয়াবহ দিকে যেতে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিলার্জ করে পুলিশ। ঘটনায় রীতিমত হতবাক হন দু’দেশের ফুটবলাররাই। স্থানীয় পুলিশ আর্জেন্টিনার সমর্থকদের লাঠিপেটা করতে শুরু করে। ঘটনায় আহত হয় দু'দলের বহু সমর্থক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই সমস্ত ছবি ও ভিডিও।

Latest Videos

আর্জেন্টিনার সমর্থকদের পুলিশ লাঠিপেটা করছে দেখে আয়োজকদের সঙ্গে কথা বলতে দেখা যায় মেসিকে। এরপরেই ঘটনার প্রতিবাদে সতীর্থদের নিয়ে মাঠ ছাড়েন মেসি। মাঠ ছাড়ার সময় মেসি বলেন,'আমরা খেলব না। আমরা বেরিয়ে যাচ্ছি।' এরপর প্রায় আধ ঘন্টা পর্যন্ত স্থগিত থাকে খেলা। অনেকেই মনে করেছিলেন ম্যাচ বাতিল হতে পারে। অবশেষে ভোর সাড়ে ৬টা নাগাদ ম্যাচ শুরু হয়। ব্রাজিলের বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করে ববিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খেলা শুরুর ৬৩ মিনিটের মাথায় গোল করেন নিকোলাস ওটামেন্ডি। ৮১ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন ব্রাজিলের জোলিন্টন। ফলত বাকি সময় ১০ জনেই খেলতে হয় ব্রাজিলকে।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News