
India vs Afghanistan: প্রথম ম্যাচে জয়, দ্বিতীয় ম্যাচে হার, তৃতীয় ম্যাচে ড্র। কাফা নেশনস কাপে (CAFA Nations Cup 2025) এটাই ভারতীয় দলের পারফরম্যান্স। জাতীয় দলের প্রধান কোচ হওয়ার পর এখনও পর্যন্ত খালিদ জামিলের (Khalid Jamil) ফল মিশ্র। তবে বৃহস্পতিবারের ম্যাচের পারফরম্যান্স প্রত্যাশিত নয়। ফিফা র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে ভারতীয় দল জয় পাবে বলে আশায় ছিল ক্রীড়ামহল। কিন্তু ম্যাচের ফল হল গোলশূন্য। ফিফা র্যাঙ্কিংয়ে ভারত ১৩৩ নাম্বারে। সেখানে আফগানিস্তান ১৬১ নাম্বারে। কিন্তু ২৮ ধাপ পিছিয়ে থাকা আফগানিস্তানের বিরুদ্ধেও জয় পেল না ভারতীয় দল। এদিনও ভালো পারফরম্যান্স দেখান ভারতীয় দলের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু (Gurpreet Singh Sandhu)। নির্ভরযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলিও (Anwar Ali) ভালো পারফরম্যান্স দেখান। এর ফলেই গোল হজম করেনি ভারতীয় দল। কিন্তু আক্রমণে ভেদশক্তির অভাবে গোল করতে পারল না খালিদের দল। ফলে কাফা নেশনস কাপে তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচে ভারতের খেলা নিশ্চিত হল না। ইরান (Iran) যদি তাজিকিস্তানকে (Tajikistan) হারাতে পারে, তাহলেই এই টুর্নামেন্টে টিকে থাকবে ভারতীয় দল।
তাজিকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলের হয়ে গোল করেন চোট পেয়ে ছিটকে যাওয়া সেন্ট্রাল ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan) ও আনোয়ার। ইরানের বিরুদ্ধে ভারতের কোনও ফুটবলারই গোল করতে পারেননি। আফগানিস্তানের বিরুদ্ধেও কেউই গোল করতে পারলেন না। এই টুর্নামেন্টে সুনীল ছেত্রীকে (Sunil Chhetri) দলে রাখেননি খালিদ। দেখা গেল, ভারতীয় দলে এখনও সুনীলের যোগ্য পরিবর্ত হিসেবে কাউকে পাওয়া গেল না।
খালিদের কোচিংয়েও ভারতীয় দলের বিশেষ উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। কাফা নেশনস কাপের প্রথম ম্যাচে আশা তৈরি হয়েছিল। কিন্তু পরের দুই ম্যাচে ধারাবাহিকতা দেখা গেল না। ফলে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি আশাবাদী হওয়া যাচ্ছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।