দেশের হয়ে খেলতে গিয়ে চোট সন্দেশ ঝিঙ্গানের, চিকিৎসার খরচ দেবে না এআইএফএফ!

Published : Sep 03, 2025, 02:59 PM IST
Sandesh Jhingan

সংক্ষিপ্ত

Sandesh Jhingan injury: ভারতীয় ফুটবলে (Indian Football) ক্লাব বনাম দেশ দ্বন্দ্ব নতুন নয়। কাফা নেশনস কাপ (2025 CAFA Nations Cup) চলাকালীন সন্দেশ ঝিঙ্গানের চোট সেই দ্বন্দ্ব বাড়িয়ে দিয়েছে।

DID YOU KNOW ?
কাফা নেশনস কাপ ২০২৫
কাফা নেশনস কাপ ফিফা উইন্ডোতে হচ্ছে না বলে সন্দেশ ঝিঙ্গানের চিকিৎসার খরচ দিতে চাইছে না সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

All India Football Federation: জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন। অথচ চিকিৎসার খরচ দেবে না সর্বভারতীয় ফুটবল ফেডারেশন! হ্যাঁ, ঠিকই পড়ছেন। জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের (Sandesh Jhingan) ক্ষেত্রে ঠিক সেটাই হচ্ছে। সোমবার কাফা নেশনস কাপে (2025 CAFA Nations Cup) ইরানের বিরুদ্ধে (India vs Iran) ম্যাচে চোয়ালে মারাত্মক চোট পেয়েছেন এই ডিফেন্ডার। তিনি বুধবারই দেশে ফিরে আসছেন। তাঁর চোয়াল ভেঙে গিয়েছে। চিকিৎসার জন্য বিপুল অর্থ খরচ হতে পারে। চলতি মরসুমে আর কোনও ম্যাচেই খেলতে পারবেন না সন্দেশ। তাঁকে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে। দেশের হয়ে খেলতে গিয়ে চোট পাওয়ায় আইএসএল (Indian Super League) ফ্র্যাঞ্চাইজি এফসি গোয়াও (FC Goa) সন্দেশের চিকিৎসার খরচ বহন করবে না। ফলে বিপদে পড়ে গিয়েছেন এই ফুটবলার।

কেন সন্দেশের চিকিৎসার খরচ বহন করবে না এআইএফএফ?

জাতীয় দলের হয়ে খেলতে গেলে ভারতীয় ফুটবলাররা টাকা পান না। তাঁরা টাকা পান ক্লাবের হয়ে খেলে। কিন্তু সন্দেশ চোট পাওয়ায় চলতি মরসুমে ক্লাবের হয়েও খেলতে পারবেন না। ফলে সবদিক থেকেই তাঁর আর্থিক ক্ষতি হতে চলেছে। এআইএফএফ সূত্রে জানা গিয়েছে, যেহেতু ফিফা (FIFA) উইন্ডোতে কাফা নেশনস কাপ হচ্ছে না, তাই সন্দেশের চিকিৎসার খরচ বহন করা হবে না। কিন্তু যখনই এই টুর্নামেন্ট হোক না কেন, জাতীয় দলের হয়েই খেলছেন ফুটবলাররা। ফলে এআইএফএফ দায় এড়াতে পারে না। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পাওয়ার পর যদি চিকিৎসার খরচও না পাওয়া যায়, তাহলে ফুটবলাররা জাতীয় দলের হয়ে খেলতে যাবেন কেন? ফুটবলারদের বিমার ব্যবস্থা করা উচিত ছিল। মানবিক দিক থেকেও সন্দেশের চিকিৎসার খরচ বহন করা যেত। কিন্তু ফেডারেশন কিছুই করছে না।

এই কারণেই ফুটবলার ছাড়েনি মোহনবাগান সুপার জায়ান্ট?

সন্দেশের চোট এবং তারপর এআইএফএফ-এর ভূমিকার পরিপ্রেক্ষিতে অনেকেই বলছেন, জাতীয় দলের জন্য ফুটবলার না ছেড়ে ঠিকই করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। কারণ, কোনও ফুটবলার চোট পেয়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে গেলে ক্লাবকেই সমস্যায় পড়তে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চোট পাওয়ায় অন্তত ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে সন্দেশকে
ইরানের বিরুদ্ধে ম্যাচে চোয়ালে মারাত্মক চোট পেয়ে মাঠের বাইরে সন্দেশ ঝিঙ্গান।
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?
সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের