India vs Iran Cafa: প্রথমার্ধে কিন্তু ইরান গোল করতে পারেনি। ভালো ডিফেন্স করছিলেন আনোয়ার আলি। গোলপোস্টের নিচে এদিনও শুরুটা ভালো করেন গুরপ্রীত সিং সান্ধু।

India vs Iran Cafa: কাফা নেশনস কাপের প্রথম ম্যাচেই তাজিকিস্তানকে হারায় ভারত (india vs iran)। তবে এবার সামনে ছিল ইরান! বিশ্ব ফুটবল র‍্যাঙ্কিংয়ে যারা ভারতের থেকে অনেক এগিয়ে। তবে তাদের বিরুদ্ধে লড়াই করল খালিদ জামিলের ভারত। সন্দেশ ঝিঙ্গানের চেষ্টার প্রশংসা করতেই হয় (india vs iran cafa nations cup)। 

ব্লু-টাইগার্সরা পরাজিত হল ৩-০ গোলে

রক্ষণ এবং আক্রমণ, দুটিই করেছে ভারতীয় ফুটবল দল। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। ম্যাচের প্রথমার্ধে চাপ বাড়াচ্ছিল তারা। তবে এটা ঠিক যে, একটু বেশি রক্ষণাত্মক ছিল গোটা দল। ইরফান ইদওয়াদ শুধু আক্রমণে ছিলেন। মাঝমাঠে সুরেশ সিং এবং দানিশ ফারুকরা বাড়তি দায়িত্ব নিচ্ছিলেন। আশিক কুরুনিয়ান এবং বিক্রম প্রতাপ সিংরা দুটি উইং দিয়ে খেললেও তারা আদতে সাইড ব্যাকের দায়িত্ব সামলেছেন। 

Scroll to load tweet…

প্রথমার্ধে কিন্তু ইরান গোল করতে পারেনি। ভালো ডিফেন্স করছিলেন আনোয়ার আলি। গোলপোস্টের নিচে এদিনও শুরুটা ভালো করেন গুরপ্রীত সিং সান্ধু। দ্বিতীয়ার্ধে আরও চাপ বাড়ায় ইরান। খেলার ৫৪ মিনিটে, দলে একাধিক বদল করেন খালিদ জামিল। 

গোল করে ইরানকে এগিয়ে দেন আমির হোসেন

জিকসন সিং এবং চিংলেনসানাকে নামিয়ে দেন। এরপর ম্যাচের ৫৯ মিনিটে, মাঝমাঠ থেকে ভেসে আসা ক্রস আটকাতে পারেননি রাহুল ভেকে। সেই সুযোগেই গোল করে ইরানকে এগিয়ে দেন আমির হোসেন। 

তবে তারপরেও লড়াই চালিয়ে যায় খালিদের ছেলেরা। কিন্তু ম্যাচের একেবারে শেষদিকে মেহেদি তারেমি কার্যত, একক দক্ষতায় ভারতীয় ডিফেন্ডারদেরকে কাটিয়ে বল বাড়ান জাহানবকশের দিকে। তবে জাহানবকশের শট প্রাথমিকভাবে গুরপ্রীত সেভ করলেও, ফিরতি বলে গোল করে যান আলিপোরঘারা। তবে সেখানেই শেষ নয়। খেলার ৯৩ মিনিটে, আবারও গোল। এবার স্কোর করেন তারেমি। 

শেষপর্যন্ত, ৩-০ গোলে পরাজিত হয় ভারত। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।