East Bengal: রোনাল্ডিনহোকে মনে করালেন মুশারফ, রেলের বিরুদ্ধে সহজ জয় ইস্টবেঙ্গলের

এবারের কলকাতা লিগে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে ইস্টবেঙ্গল। বুধবার নিজেদের মাঠে রেলওয়ে এফসি-র বিরুদ্ধেও সহজ জয় পেল লাল-হলুদ ব্রিগেড।

প্রথমার্ধের সংযোজিত সময়ের খেলা চলছে। সারা মাঠ ধরে নিয়েছে, গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হতে চলেছে। ঠিক সেই সময় লেফট উইং থেকে বিপক্ষের গোল লক্ষ্য করে ক্রস করলেন ইস্টবেঙ্গলের তরুণ খেলোয়াড় মহম্মদ মুশারফ। সেই বলই রেলওয়ে এফসি-র গোলকিপার শুভঙ্করকে বোকা বানিয়ে জালে জড়িয়ে গেল। গোল লাইন ছেড়ে কিছুটা এগিয়ে গিয়েছিলেন শুভঙ্কর। তিনি ভেবেছিলেন, কোনও সতীর্থর উদ্দেশ্যে ক্রস করবেন মুশারফ। কিন্তু ইস্টবেঙ্গলের এই তরুণ সরাসরি গোলে বল রেখে শুভঙ্করকে হার মানালেন। ২০০২ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের মিডফিল্ডার রোনাল্ডিনহোর ফ্রি-কিক সরাসরি জালে জড়িয়ে গিয়েছিল। রোনাল্ডিনহো যেভাবে ইংল্যান্ডের গোলকিপার ডেভিড সিম্যানকে বোকা বানিয়েছিলেন, একইভাবে শুভঙ্করকে বোকা বানালেন মুশারফ। তিনি এদিন গোল করার পাশাপাশি সারাক্ষণ লেফট উইং দিয়ে দৌড়ে রেলওয়ে এফসি-র রক্ষণকে সমস্যায় ফেললেন।

সহজ জয় ইস্টবেঙ্গলের

Latest Videos

এদিন শুরু থেকেই আক্রমণের চাপ বজায় রাখলেও, শুভঙ্করের জন্য বড় ব্যবধানে জয় পেল না ইস্টবেঙ্গল। একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে দেন রেলওয়ে এফসি-র গোলকিপার। তবে তিনি প্রথমার্ধের শেষদিকে যেমন মুশারফের ক্রস বুঝতে পারেননি, তেমনই ৭০ মিনিটে কর্নার থেকে আদিল আমনের গোলের সময়ও কিছু করতে পারেননি। ২-০ জয় পেয়ে এবারের কলকাতা লিগে এখনও পর্যন্ত অপরাজিত ইস্টবেঙ্গল। ৬ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র শীর্ষে লাল-হলুদ ব্রিগেড।

সায়ন-বিষ্ণুকে ছাড়াই জয় ইস্টবেঙ্গলের

রেলওয়ে এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গল দলে ছিলেন না সায়ন বন্দ্যোপাধ্যায় ও পি ভি বিষ্ণু। তাঁদের ছাড়াই জয় পেতে সমস্যা হল না লাল-হলুদ ব্রিগেডের। ভালো পারফরম্যান্স দেখালেন তন্ময় দাস, শ্যামল বেসরা, আমন সি কে। ফলে কলকাতা লিগে মশাল জ্বলছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: দলবদলে ফের চমক ইস্টবেঙ্গলের, আসছেন বিশ্বকাপ খেলা উইঙ্গার

East Bengal: শেষ রাতেও বিমানবন্দরে কয়েক হাজার সমর্থক, কলকাতায় পৌঁছেই সমর্থকদের আবেগ টের পেলেন লাল-হলুদের দিমি

Anwar Ali: আনোয়ার আলিকে নিয়ে জটিলতা অব্যাহত, মানহানির মামলা দিল্লি এফসি-র, ফাঁসবে মোহনবাগান?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র