সংক্ষিপ্ত
গত এক দশকে সেভাবে সাফল্য না থাকলেও, ইস্টবেঙ্গল সমর্থকদের আবেগ-উন্মাদনা বিন্দুমাত্র কমেনি। নতুন মরসুমের দল গঠন ভালো হতে ফের সাফল্যের আশায় লাল-হলুদ জনতা।
মিঠুন চক্রবর্তীর জনপ্রিয় একটি ছবির বিখ্যাত গান 'জিমি-জিমি-জিমি'। এবার ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের মুখে মুখে ফিরছে 'দিমি-দিমি-দিমি'। গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকসকে (Dimitrios Diamantakos) দিমি নামেই ডাকছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। শনিবার শেষরাতে দিমি-দিমি গর্জনে মুখরিত হয়ে উঠল কলকাতা বিমানবন্দর। রাত তিনটের পর বিমানবন্দর থেকে বাইরে এলেন লাল-হলুদের দিমি। তখন বিমানবন্দরের গেটের বাইরে কয়েক হাজার সমর্থক। সবার হাতেই মোবাইল ফোন, মুখে স্লোগান। স্বপ্নের ফেরিওয়ালা দিমিকে এক ঝলক দেখার আশায় ইস্টবেঙ্গল সমর্থকরা। এত মানুষ যে তাঁকে স্বাগত জানাতে শেষ রাতে বিমানবন্দরে পৌঁছে যাবেন, তা ভাবতেই পারেননি দিমিত্রিওস। তিনি সমর্থকদের আবেগ দেখে আপ্লুত। এবার মাঠে নেমে গোল করে দলকে জিতিয়ে সদস্য-সমর্থকদের আবেগের মূল্য দিতে চান এই দীর্ঘদেহী স্ট্রাইকার।
ক্লেইটন-দিমি জুটি সাফল্য পাবে, আশায় ইস্টবেঙ্গল
গত মরসুমে বেশিরভাগ সময়ই অ্যাটাকিং থার্ডে একা হয়ে পড়ছিলেন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা। এবার দিমিত্রিওস এসে যাওয়ায় আক্রমণ জোরদার হবে বলে আশা করছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। দিমিত্রিওস, ক্লেইটন, সল ক্রেসপো, মাদি তালাল, হিজাজি মাহের, নতুন মরসুমের জন্য এখনও পর্যন্ত এই পাঁচজন বিদেশি ফুটবলারকে বেছে নিয়েছে ইস্টবেঙ্গল। ষষ্ঠ বিদেশি কে হবেন, সেই জল্পনা চলছে। ষষ্ঠ বিদেশি হিসেবে কোনও ডিফেন্ডারকে নিতে পারে ইস্টবেঙ্গল।
ডুরান্ড কাপে পরীক্ষা দিমির
কয়েকদিন পরেই শুরু হচ্ছে ডুরান্ড কাপ। এই টুর্নামেন্টেই লাল-হলুদ জার্সি পরে প্রথম ম্যাচ খেলবেন দিমিত্রিওস। হাতে বেশি সময় নেই। ফলে দ্রুত অনুশীলনে নেমে দলের সবার সঙ্গে মানিয়ে নিতে হবে লাল-হলুদের নতুন স্ট্রাইকারকে। ১৪ অগাস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের কোয়ালিফিকেশন ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। তারপর ১৮ অগাস্ট ডুরান্ড কাপে কলকাতা ডার্বি। ফলে দিমিত্রিওসের সামনে কঠিন পরীক্ষা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
East Bengal: জিকসন সিংয়ের সামনে ৬ গোলে জয়, কলকাতা লিগে ছন্দে ফিরল ইস্টবেঙ্গল
Anwar Ali: মোহনবাগান সুপার জায়ান্টের নির্দেশ লঙ্ঘন, অনুশীলনে গরহাজির আনোয়ার আলি, এবার কী হবে?
East Bengal: কলকাতা ডার্বির আগের রাতে চলে এলেন 'দ্য ওয়াল', উজ্জীবিত লাল-হলুদ শিবির