গড়ের মাঠে ফের আর জি কর নিয়ে প্রতিবাদ, বিচারের দাবিতে সরব ইস্টবেঙ্গল সমর্থকরা

Published : Sep 12, 2024, 04:50 PM ISTUpdated : Sep 12, 2024, 05:32 PM IST
RG Kar Protest

সংক্ষিপ্ত

কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের ম্যাচে আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদ অব্যাহত। বৃহস্পতিবার ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে ম্যাচে গ্যালারিতে প্রতিবাদী ব্যানার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই প্রতিবাদ।

কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের ম্যাচে আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদ এখন যেন নিয়মে পরিণত হয়েছে। বৃহস্পতিবার নিজেদের মাঠে সুপার সিক্সের প্রথম ম্যাচে ক্যালকাটা কাস্টমস ক্লাবের মুখোমুখি হয় ইস্টবেঙ্গল। এই ম্যাচে গ্যালারিতে আর জি করের ঘটনার প্রতিবাদে ব্যানার দেখা যায়। এই ব্যানারে লেখা ছিল, ‘ভয় কিরে তোর বোন? দোষী পাবেই না তো ছাড়! মশাল হাতে থাকছি পাশে লক্ষ সাপোর্টার!’ এভাবেই আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদ জানালেন ইস্টবেঙ্গল সমর্থকরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে এই প্রতিবাদ। আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার সঙ্গে ফুটবলের কোনও সম্পর্ক নেই। কিন্তু ১০০ বছরেরও বেশি সময় ধরে গড়ের মাঠে ফুটবলের মাধ্যমে বিভিন্ন ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

লাল-হলুদ গ্যালারিতে প্রতিবাদ

ইস্টবেঙ্গল সমর্থকরা বরাবরই লড়াকু হিসেবে পরিচিত। যে কোনও অন্যায়ের বিরুদ্ধে মাঠে ও মাঠের বাইরে প্রতিবাদে সরব হয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। এবার আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনাতেও লাল-হলুদ জনতাকে একই ভূমিকায় দেখা যাচ্ছে। ইস্টবেঙ্গলের কর্মকর্তারা এই প্রতিবাদকে ভালোভাবে নিচ্ছেন না। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সমর্থকদের এই প্রতিবাদের পাশে থাকছেন না। কিন্তু কর্মকর্তাদের এই মনোভাবকে গুরুত্ব না দিয়ে প্রতিবাদ জানিয়ে চলেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

আর জি করের বিচার পাওয়া যাবে?

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভয়ঙ্কর ঘটনার পর এক মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। তদন্ত এখনও চলছে। কিন্তু তদন্তে বিশেষ অগ্রগতি দেখা যাচ্ছে না। ফলে অনেকেই অধৈর্য হয়ে উঠছেন। সবারই দাবি, যত দ্রুত সম্ভব এই ঘটনার বিচার করতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'তিলোত্তমার রক্ত চোখ, আঁধার রাতের মশাল হোক!' ফের আর জি কর নিয়ে সরব ইস্টবেঙ্গল সমর্থকরা

উৎসাহ তৈরি করেছে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ, উত্তরপ্রদেশে ফুটবলের উন্নয়নে যোগী আদিত্যনাথ

কলকাতা ডার্বির ২ দিন পরেই ওড়িশায় ম্যাচ, আইএসএল-এর সূচি নিয়ে ক্ষুব্ধ ইস্টবেঙ্গল শিবির

PREV
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?