'টিভিতে খেলা দেখে নিজেকে বিজ্ঞ ভাবেন,' এরিক টেন হ্যাগকে ফের তোপ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফের ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার এরিক টেন হ্যাগকে আক্রমণ করেছেন। রিও ফার্দিনান্ডের সঙ্গে কথা বলার সময়, রোনাল্ডো বলেন যে যারা কেবল টেলিভিশনে ফুটবল দেখে তাদের পক্ষে ক্লাবকে নতুন করে গড়ে তোলা সম্ভব নয়।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার এরিক টেন হ্যাগকে ফের আক্রমণ করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রাক্তন সতীর্থ রিও ফার্দিনান্ডের সঙ্গে ইউটিউব চ্যানেলে কথোপকথনের সময় রোনাল্ডো বলেন, 'ফুটবলের জ্ঞান না থাকলে কোনও ক্লাবকে নতুন করে গড়ে তোলা যায় না। যারা ঘরে বসে কাজ করে, তাদের পক্ষে সেটা সম্ভব নয়। ওরা মনে করে, 'আমি রোজ টেলিভিশনে খেলা দেখি। এই কারণে আমি ফুটবল খুব ভালো বুঝি।' কিন্তু এভাবে সাফল্য পাওয়া যায় না। অতীতে তুমি ছিলে, রয় কিন ছিল, পল স্কোলস ছিল, গ্যারি নেভিল ছিল, স্যার অ্যালেক্স ফার্গুসন ছিলেন। সবাই ফুটবল বুঝতেন। ড্রেসিংরুমে যারা ছিল, তাদের মধ্যে ৯৯ শতাংশ ব্যক্তিই খেলেছিল। তারা খেলা বুঝত, খেলোয়াড়দের কীভাবে সামলাতে হয় জানত। যারা খেলা বোঝে তারাই ছিল।'

ম্যান ইউকে নতুন করে গড়ে তোলার ডাক রোনাল্ডোর

Latest Videos

পুরনো ক্লাব সম্পর্কে রোনাল্ডো আরও বলেছেন, ‘দলকে গোড়া থেকে নতুন করে তৈরি করতে হবে। সেটা না করতে পারলে লড়াই করা সম্ভব হবে না। দলকে নতুন করে তৈরি করতে না পারলে সাফল্য পাওয়া অসম্ভব। ভালো করে দলকে তৈরি করা যায়। এই দল নিয়ে ক্যারাবাও কাপ জেতা যায়। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, প্রিমিয়ার লিগ? আমার মতে কঠিন।’

টেন হ্যাগের উপর ক্ষুব্ধ রোনাল্ডো

টেন হ্যাগের সঙ্গে বিবাদের জেরেই ২০২২ সালের বিশ্বকাপের পর ওল্ড ট্র্যাফোর্ড ছাড়েন রোনাল্ডো। সেই সময় তিনি এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেন। এখন সৌদি প্রো লিগে খেললেও, ম্যান ইউ নিয়ে এখনও ভাবেন এই তারকা। পুরনো ক্লাবের ব্যর্থতা তাঁকে ব্যথিত করেছে। ম্যান ইউয়ের ব্যর্থতার জন্য টেন হ্যাগকেই দায়ী করেছেন রোনাল্ডো।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বিশ্ব ফুটবলে যুগাবসান, ২১ বছর ব্যালন ডি'অরের প্রাথমিক তালিকায় নেই মেসি-রোনাল্ডো

Cristiano Ronaldo: উন্মাদনা চরমে, মাঠে বারবার অনুপ্রবেশ ভক্তদের, কীভাবে পরিস্থিতি সামাল দিলেন রোনাল্ডো?

কেরিয়ারের ৯০০-তম গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয় পর্তুগালের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
‘TMC-র জন্য West Bengal এখন অপরাধীদের স্বর্গরাজ্য’ তৃণমূলকে ধুয়ে দিলেন Adhir Ranjan Chowdhury
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today
Live : সংবাদ মাধ্যমের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী, কী অভিযোগ, দেখুন সরাসরি #adhirranjanchowdhury