কলকাতা লিগে সুপার সিক্সের ম্যাচে পিছিয়ে পড়েও গোল শোধ ইস্টবেঙ্গলের, মহামেডানের বিরুদ্ধে ড্র

কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) সুপার সিক্সের ম্যাচে, শুক্রবার নৈহাটি স্টেডিয়ামে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল (East Bengal) বনাম মহামেডান (Mohammedan Sporting Club)।

Subhankar Das | Published : Sep 20, 2024 1:31 PM IST
110
বলা চলে, হাড্ডাহাড্ডি খেলা

তবে জিতল না কোনও পক্ষই।

210
তিন ম্যাচে দরকার ছিল চার পয়েন্ট

এইরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়েই মহামেডানের বিরুদ্ধে খেলতে ইস্টবেঙ্গল।

310
এই ম্যাচে জয় পেলে হয়ত খেতাব নিশ্চিতই হয়ে যেত লাল হলুদের

কিন্তু সেটা হল না। তবে খেতাবের অনেকটাই কাছে পৌঁছে গেলেন তারা।

410
প্রথমেই এগিয়ে যায় মহামেডান

এদিন খেলার ২০ মিনিটে, বামিয়া সামাদের গোলে এগিয়ে যায় সাদাকালো ব্রিগেড। জোসেফের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন বামিয়া।

510
তবে হাল ছাড়েনি ইস্টবেঙ্গল

ম্যাচের ৪০ মিনিটে, লাল হলুদের হয়ে গোল শোধ করে দেন জেসিন টিকে। প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলাফল নিয়ে।

610
দ্বিতীয়ার্ধে ফের দাপট মহামেডানের

সেকেন্ড হাফের একেবারে শুরুতেই আবার ম্যাচে লিড নেয় তারা। গোল করেন রবিনসন।

710
কিন্তু ফের একবার ইস্টবেঙ্গলের পরিত্রাতা হয়ে ওঠেন জেসিন

খেলার ৭৬ মিনিটে, নিজের দ্বিতীয় গোলটি করে ফেলেন তিনি।

810
সেইসঙ্গে, ম্যাচে সমতা ফেরায় ইস্টবেঙ্গল

খেলার ফলাফল তখন ২-২

910
দুবার পিছিয়ে গিয়েও খেলায় ফেরৎ আসে ইস্টবেঙ্গল

শেষপর্যন্ত, রুদ্ধশ্বাস এই ম্যাচ ড্র হল।

1010
লিগ টেবিলে লাল হলুদের অবস্থান কোথায়?

মোট ১৫ ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের সংগ্রহে ৪১ পয়েন্ট।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos