তাঁর কথায়, “আই লিগ এবং আইএসএল সম্পূর্ণ আলাদা। সবে একটা মাত্র ম্যাচ আমরা খেলেছি। এবার আসতে আসতে নিজেদের আরও উন্নত করতে হবে। ছেলেরা আত্মবিশ্বাসী ভালো ফুটবল খেলার বিষয়ে।”
710
আর কী কী জানালেন তিনি?
হেডকোচ বলছেন, “ভালোর কোনও শেষ নেই। তাই আমাদের পরবর্তী ম্যাচগুলিতে আরও ভালো করতে হবে। সেইমতোই অনুশীলন চলছে।”
810
চেরনিশভ দলের খেলায় খুশি
তাঁর মতে, “একটা দলে ভিন্ন ধরনের ফুটবলার থাকে। তাই তাদের মধ্যে বোঝাপড়া গড়ে উঠতে একটু সময় লাগে। কিন্তু আমি আশাবাদী যে, সেই জায়গাটা অনেকটাই তৈরি হয়ে গেছে।”
910
অপরদিকে দলের গুরুত্বপূর্ণ ফুটবলার মাকান চোথের কথায়,
“আমি অতীত নিয়ে ভাবতে চাই না। আমার দল মহামেডান। তাই সেই দলের হয়ে ভালো ফুটবল খেলাটাই আমার কাজ।”
1010
সবমিলিয়ে, আরও একটি হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে
হাড্ডাহাড্ডি এই খেলাটি শুরু হবে ২১ সেপ্টেম্বর শনিবার, সন্ধ্যা ৭.৩০ মিনিটে কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে।