ISL: নর্থ ইস্ট এখন অতীত! এবার সামনে এফসি গোয়া, কতটা প্রস্তুত মহামেডান? জানুন বিস্তারিত

নর্থ ইস্ট ম্যাচ এখন অতীত। এবার সামনে এফসি গোয়া (FC Goa)। তাই জয় ছাড়া কিছুই ভাবছে না মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) ফুটবল দল।

Subhankar Das | Published : Sep 20, 2024 10:25 AM IST
110
আইএসএলে নিজেদের প্রথম ম্যাচে ভালো খেলেও হারতে হয় তাদের

ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ১-০ গোলে পরাজিত হয় সাদকালো ব্রিগেড।

210
আর এবার সামনে পরবর্তী প্রতিপক্ষ

দ্বিতীয় ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি মহামেডান।

310
জোরকদমে চলছে অনুশীলন

জয়ে ফিরতে মরিয়া সাদাকালো ব্রিগেড।

410
লিগ টেবিলের লড়াইতে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ

তাই হাল ছাড়তে নারাজ তারা।

510
ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলন

শুক্রবার, মুখোমুখি মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ (Andrey Chernyshov) এবং ফুটবলার মাকান চোথে (Makan Chothe)।

610
দলের কোচ যথেষ্ট আত্মবিশ্বাসী

তাঁর কথায়, “আই লিগ এবং আইএসএল সম্পূর্ণ আলাদা। সবে একটা মাত্র ম্যাচ আমরা খেলেছি। এবার আসতে আসতে নিজেদের আরও উন্নত করতে হবে। ছেলেরা আত্মবিশ্বাসী ভালো ফুটবল খেলার বিষয়ে।”

710
আর কী কী জানালেন তিনি?

হেডকোচ বলছেন, “ভালোর কোনও শেষ নেই। তাই আমাদের পরবর্তী ম্যাচগুলিতে আরও ভালো করতে হবে। সেইমতোই অনুশীলন চলছে।”

810
চেরনিশভ দলের খেলায় খুশি

তাঁর মতে, “একটা দলে ভিন্ন ধরনের ফুটবলার থাকে। তাই তাদের মধ্যে বোঝাপড়া গড়ে উঠতে একটু সময় লাগে। কিন্তু আমি আশাবাদী যে, সেই জায়গাটা অনেকটাই তৈরি হয়ে গেছে।”

910
অপরদিকে দলের গুরুত্বপূর্ণ ফুটবলার মাকান চোথের কথায়,

“আমি অতীত নিয়ে ভাবতে চাই না। আমার দল মহামেডান। তাই সেই দলের হয়ে ভালো ফুটবল খেলাটাই আমার কাজ।”

1010
সবমিলিয়ে, আরও একটি হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে

হাড্ডাহাড্ডি এই খেলাটি শুরু হবে ২১ সেপ্টেম্বর শনিবার, সন্ধ্যা ৭.৩০ মিনিটে কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos