Kolkata Derby: কলকাতা ডার্বির প্রথমার্ধ শেষ, গোলের অপেক্ষায় ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট

কলকাতা ডার্বিতে কোনও দলকেই এগিয়ে রাখা যায় না। যে কোনও দলই এই ম্যাচে জয় ছিনিয়ে নিতে পারে। কলকাতা লিগের এই ম্যাচেও সেটাই দেখা যাচ্ছে।

Soumya Gangully | Published : Jul 13, 2024 10:13 AM IST / Updated: Jul 13 2024, 04:26 PM IST

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা লিগে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচের প্রথমার্ধের খেলা শেষ। এখনও পর্যন্ত এই ম্যাচে গোল হয়নি। একাধিকবার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি কোনও দল। ম্যাচের শুরুতে এগিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু প্রথমার্ধের মাঝামাঝি সময় থেকে ম্যাচে ফেরে মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে খুব বেশি দর্শক হয়নি। দুই দলেরই অল্প কিছু সমর্থক এসেছেন। তাঁরা ম্যাচ উপভোগ করছেন। প্রথমার্ধে গোল না হলেও, দ্বিতীয়ার্ধে গোল হবে বলে আশায় দর্শকরা।

কারা আছেন প্রথম একাদশে?

Latest Videos

ইস্টবেঙ্গলের হয়ে খেলছেন- দেবজিৎ মজুমদার, হীরা মণ্ডল, আদিল আমাল, মনোতোষ চাকলাদার, জোশেফ জাস্টিন, তন্ময় দাস, আমন সি কে, ডেভিড লাললানসাংগা, নাসিব রহমান, পি ভি বিষ্ণু ও মহম্মদ রোশল। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলছেন- রাজা বর্মন, রাজ বাসফোর, অভিষেক সূর্যবংশী, মহম্মদ ফারদিন মোল্লা, দীপেন্দু বিশ্বাস, গ্ল্যান মার্টিনস, আমনদীপ, লিওয়ান ক্যাস্টানহা, সৌরভ ভানওয়ালা, সুহেল আহমেদ ভাট ও রবি বাহাদুর রানা।

প্রথমার্ধে কারা নজর কাড়লেন?

ইস্টবেঙ্গলের হয়ে প্রথমার্ধে ভালো পারফরম্যান্স দেখালেন বিষ্ণু, আমন, ডেভিড, আদিল, রোশল। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে লড়াই করলেন দীপেন্দু, গ্ল্যান, লিওয়ান, সুহেল। বিষ্ণু ও আমনের দৌড় একাধিকবার সবুজ-মেরুন রক্ষণকে চাপে ফেলে দিয়েছিল। কিন্তু গোলে শট রাখতে পারলেন না ইস্টবেঙ্গলের আক্রমণভাগের খেলোয়াড়রা। অন্যদিকে, একাধিকবার ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন সুহেল। কিন্তু তিনি দেবজিৎকে সমস্যায় ফেলতে পারলেন না। দ্বিতীয়ার্ধে গোল পেতে হলে দুই দলেরই স্ট্রাইকারদের আরও তৎপর হতে হবে। অতীতে কলকাতা ডার্বি অনেক তরুণ ফুটবলারকে নায়ক করে তুলেছে। এদিন এখনও পর্যন্ত কেউ নায়ক হয়ে উঠতে পারেননি। দ্বিতীয়ার্ধের অপেক্ষায় দুই শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: কলকাতা ডার্বির আগের রাতে চলে এলেন 'দ্য ওয়াল', উজ্জীবিত লাল-হলুদ শিবির

Kolkata Derby: ডুরান্ড কাপের সূচি প্রকাশিত, ফের বেজে গেল কলকাতা ডার্বির দামামা

Durand Cup 2024: একই গ্রুপে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট, ডুরান্ড কাপে ফের কলকাতা ডার্বি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

আরও এক সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি! গৃহবধূ ছুটলেন থানায়, তারপর যা হল | Jalpaiguri News Today
বন্যা দুর্গতদের পাশে এবার জুনিয়র ডাক্তাররা, দিলেন বড় বার্তা, দেখুন | Junior Doctors
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024
'২২ টি গাড়ি নিয়ে ফুর্তি করতে এসেছে!' মমতার সামনে দাঁড়িয়েই ঝাঁঝিয়ে উঠলেন গ্রামবাসীরা | Bengal Flood