সংক্ষিপ্ত
শনিবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট লড়াই। তার আগের দিনই ডুরান্ড কাপের সূচি প্রকাশিত হল। ফের কলকাতা ডার্বির প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার ডুরান্ড কাপের গ্রুপবিন্যাস হয়েছিল। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশিত হল। বিশ্বের অন্যতম প্রাচীন এই ফুটবল টুর্নামেন্টে একই গ্রুপে আছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। টানা তৃতীয়বার কলকাতার দুই প্রধানকে ডুরান্ড কাপে একই গ্রুপে রাখা হয়েছে। ফলে ডুরান্ড কাপে গ্রুপ পর্যায়ে ফের কলকাতা ডার্বির স্বাদ পেতে চলেছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। ১৮ অগাস্ট সন্ধে সাতটায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে ডুরান্ড কাপে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট ও রানার্স ইস্টবেঙ্গল। ১৪ অগাস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের প্রিলিমিনারি স্টেজে তুর্কমেনিস্তানের এফসি অলটিন আসিরের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। এর তিনদিন পরেই কলকাতা ডার্বি খেলতে হবে ক্লেইটন সিলভা, নাওরেম মহেশ সিংদের।
উদ্বোধনী ম্যাচে সবুজ-মেরুন
২৭ জুলাই কলকাতায় ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে ডাউনটাউইন এফসি-র মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। ২৯ জুলাই প্রথম ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিমের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। ৭ অগাস্ট দ্বিতীয় ম্যাচে ডাউনটাউন এফসি-র বিরুদ্ধে খেলবে লাল-হলুদ ব্রিগেড। ৮ অগাস্ট দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিমের বিরুদ্ধে খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। এরপর ১৮ অগাস্ট কলকাতা ডার্বি।
প্রথম ম্যাচে ইন্টার কাশীর সামনে মহামেডান স্পোর্টিং
২৮ জুলাই প্রথম ম্যাচে ইন্টার কাশীর মুখোমুখি হতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। ৬ অগাস্ট দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিং। ১৩ অগাস্ট তৃতীয় ম্যাচে ইন্ডিয়ান নেভি ফুটবল টিমের মুখোমুখি হবে সাদা-কালো ব্রিগেড। কলকাতার তিন প্রধানই অতীতে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এবারও ট্রফি কলকাতাতেই থাকবে বলে আশাবাদী বাংলার ফুটবলপ্রেমীরা। তবে ডুরান্ড কাপ সেমি-ফাইনাল, ফাইনালের আগে কলকাতা ডার্বির দিকে নজর থাকছে দুই দলের সমর্থকদের।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Durand Cup 2024: একই গ্রুপে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট, ডুরান্ড কাপে ফের কলকাতা ডার্বি
Kolkata Derby: 'কলকাতা ডার্বির পরিকল্পনা তৈরি, ফুটবলারদের উপর ভরসা আছে,' বার্তা বিনো জর্জের