Kolkata Derby: আইএসএল-এর আগেই জোড়া কলকাতা ডার্বি? উত্তেজনায় ফুটছেন সমর্থকরা

Published : Jun 16, 2024, 03:29 PM ISTUpdated : Jun 16, 2024, 03:55 PM IST
Kolkata Derby

সংক্ষিপ্ত

কিছুদিন পরেই শুরু হচ্ছে ভারতীয় ফুটবলের নতুন মরসুম। কলকাতা লিগের মাধ্যমেই নতুন মরসুম শুরু হচ্ছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট নতুন মরসুমের প্রস্তুতিতে ব্যস্ত।

২ সপ্তাহের ব্যবধানে জোড়া কলকাতা ডার্বি! ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের কাছে এর চেয়ে উত্তেজনার আর কিছু হতে পারে না। ১৩ জুলাই কলকাতা লিগে বড় ম্যাচ হবে বলে আইএফএ সূত্রে শোনা যাচ্ছে। কলকাতা লিগের মাঝেই শুরু হয়ে যাচ্ছে ডুরান্ড কাপ। ২৬ জুলাই শুরু হতে পারে ডুরান্ড কাপ। গত ২ বারের মতো এবারও ডুরান্ড কাপে একই গ্রুপে থাকতে পারে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট। ফলে কলকাতা লিগের মতোই ডুরান্ড কাপেও গ্রুপেই বড় ম্যাচ হতে চলেছে। গতবার ডুরান্ড কাপে গ্রুপের ম্যাচে নন্দকুমার শেখরের গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দেয় ইস্টবেঙ্গল। তবে ফাইনালে দিমিত্রিওস পেট্রাটসের গোলে জিতে চ্যাম্পিয়ন হয় সবুজ-মেরুন। এবার সেই হারের বদলা নেওয়ার লক্ষ্যে লাল-হলুদ।

ঐতিহাসিক ১৩ জুলাই কলকাতা ডার্বি?

১৯৯৭ সালের ১৩ জুলাই যুবভারতী ক্রীড়াঙ্গনে ফেডারেশন কাপ সেমি-ফাইনালে মোহনবাগানকে ৪-১ উড়িয়ে দেয় ইস্টবেঙ্গল। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন লাল-হলুদের কিংবদন্তি স্ট্রাইকার বাইচুং ভুটিয়া। অপর গোলটি করেন নাজিমুল হক। সবুজ-মেরুনের একমাত্র গোলদাতা ছিলেন চিমা ওকেরি। যুবভারতীতে সেই ম্যাচে ১ লক্ষ ৩১ হাজার দর্শক গিয়েছিলেন। যা কলকাতা ডার্বির ইতিহাসে সর্বকালীন রেকর্ড। এই ম্যাচের আগে বাইচুংকে 'চুংচুং', স্যামি ওমোলোকে 'অমলেট', সোমতাই সাইজা ওরফে সোসোকে 'শসা' বলে কটাক্ষ করেছিলেন মোহনবাগান কোচ অমল দত্ত। ফলে চরমে পৌঁছে গিয়েছিল উত্তেজনা। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সবুজ-মেরুন কোচকে জবাব দেন বাইচুংরা। এবার সেই ঐতিহাসিক ১৩ জুলাই ফের কলকাতা ডার্বি হতে পারে।

বিদেশিহীন কলকাতা ডার্বি

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী ঘরোয়া লিগে বিদেশি ফুটবলার খেলানো যায় না। ফলে এবারের কলকাতা লিগে ডার্বি হবে বিদেশি ফুটবলারদের ছাড়াই। বাঙালি ও ভিনরাজ্যের ফুটবলারদের নিয়েই লড়াই করবে দুই প্রধান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: ইস্টবেঙ্গলের গ্রিক কানেকশন, আইএসএল-এর সর্বাধিক গোলদাতাকে ছিনিয়ে নিল লাল-হলুদ

East Bengal Club: ময়দানে নজির, ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতিতে ঝুলন গোস্বামী

East Bengal: নতুন মরসুম শুরুর আগেই ভিক্টর, আলেকজান্ডারদের ছেড়ে দিল ইস্টবেঙ্গল

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?