Messi in Kolkata: ম্যাচ পরিচালনা করা রেফারিদের এবং উক্ত ম্যাচ কমিশনারকে শাস্তি দিল আইএফএ। শাস্তির মুখে মেসির কলকাতা সফরের প্রদর্শনী ম্যাচ খেলানো রেফারিরা।
Messi in Kolkata: শাস্তির মুখে মেসির কলকাতা সফরের প্রদর্শনী ম্যাচ খেলানো রেফারিরা। প্রসঙ্গত, বিশ্ব ফুটবলের অন্যতম তারকা লিওনেল মেসির কলকাতা সফরের দিন, যুবভারতী ক্রীড়াঙ্গনে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়।
এবার সেই ম্যাচ পরিচালনা করা রেফারিদের এবং উক্ত ম্যাচ কমিশনারকে শাস্তি দিল আইএফএ। মোহনবাগান অল স্টার ১১ বনাম ডায়মন্ডহারবার এফসি অল স্টার ১১-এর মধ্যে অনুষ্ঠিত হওয়া প্রদর্শনী ম্যাচের রেফারি রোহন দাশগুপ্তকে এক বছরের জন্য নির্বাসিত করেছে আইএফএর শৃঙ্খলারক্ষা কমিটি। বাকিদের ৬ মাসের জন্য নির্বাসনে পাঠানো হয়েছে।
কেন শাস্তির মুখে পড়তে হল?
জানা যাচ্ছে, অনুমতি না নিয়ে প্রদর্শনী ম্যাচ খেলানোর জন্যই শাস্তি দেওয়া হয়েছে রেফারি এবং ম্যাচ কমিশনারের। শুধু তাই নয়, ঐ ম্যাচের তিনজন সহকারী রেফারি দেবদত্ত মন্ডল, নীলরতন সরকার এবং দেবব্রত নস্করকে ৬ মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। সেই একই শাস্তি দেওয়া হয়েছে ম্যাচ কমিশনার অপরূপ চক্রবর্তীকেও। এই শাস্তি চলাকালীন তারা আইএফএ পরিচালিত কোনও ম্যাচের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না বলে জানা গেছে।
এমনকি, গোটা বিষয়টি জানানো হবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, ‘‘আইএফএ অননুমোদিত কোনও ম্যাচ খেলাতে পারেন না রেফারিরা। তাছাড়া কোনও অনুমতি না নিয়েই ম্যাচ খেলিয়েছেন অভিযুক্তরা। সবথেকে বড় বিষয়, সিআরএকেও জানানো হয়নি এই বিষয়ে। তাই নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে।’’
আইএফএ অফিসে তলব
মঙ্গলবার, আইএফএ দফতরে তলব করা হয় এই চারজন রেফারিকে। তবে নীলরতন সরকার ছাড়া সকলেই আসেন এদিন। সেই শুনানিতে অভিযুক্তরা নিজেদের দোষ স্বীকারও করে নেন বলে খবর। এরপর বুধবার, হাজিরা দেন নীলরতন সরকার এবং অপরূপ চক্রবর্তী। সকলের বক্তব্য শোনার পর, আইএফএর শৃঙ্খলারক্ষা কমিটি এই শাস্তি ঘোষণা করে।
শুধু তাই নয়, যুবভারতী ক্রীড়াঙ্গনের প্রদর্শনী ম্যাচের জন্য চারজন রেফারি এবং অপরূপ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেন প্রাক্তন ফুটবলার সুপ্রিয় দাশগুপ্ত। উল্লেখ্য, গত কলকাতা লিগে তিনি আবার ডালহৌসি ফুটবল দলের কোচ ছিলেন। তাঁকেও নাকি তলব করা হয়েছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
