ম্যাচ বাঁচাল মহামেডান (Mohammedan Sporting Club)। শেষ মুহূর্তের গোলে ১-১ স্কোর নিয়ে ড্র হল খেলা।
ম্যাচ বাঁচাল মহামেডান (Mohammedan Sporting Club)। শেষ মুহূর্তের গোলে ১-১ স্কোর নিয়ে ড্র হল খেলা।
বলা যেতে পারে, কার্যত হার বাঁচাল মহামেডান স্পোর্টিং ফুটবল দল। শনিবার, কলকাতা লিগের (Calcutta Football League 2024) গুরুত্বপূর্ণ ম্যাচে ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল মহামেডান স্পোর্টিং ফুটবল দল। প্রায় ৯০ মিনিট পর্যন্ত, ডায়মন্ডহারবার ম্যাচে এগিয়েছিল ১-০ গোলে।
কিন্তু অতিরিক্ত সময়ে, কিছুটা ব্যাকফুটে চলে যান ডায়মন্ডহারবার (Diamond Harbour FC) রক্ষণভাগের ফুটবলাররা। সেইসময়, পেনাল্টি বক্সের ভিতরে অবৈধভাবে বল ক্লিয়ার করতে গিয়ে মহামেডান ফুটবলারের মুখের কাছে পা তুলে দেন এক ডিফেন্ডার।
রেফারি সোজা পেনাল্টি দেন মহামেডানকে। সেই পেনাল্টি থেকেই গোল করে খেলায় সমতা ফেরান বামিয়া সামাদ। তারপর আর কোনও দলই গোল করতে পারেনি। খেলা শেষ হয় ১-১ ফলাফল নিয়ে।
উল্লেখ্য, কলকাতা লিগে (CFL) এখনও পর্যন্ত অপরাজিত রইল কিবু ভিকুনার দল। গোটা ম্যাচে ডায়মন্ডহারবার কার্যত টেক্কা দিয়েছে মহামেডানকে। প্রচুর পাস খেলেছে ডায়মন্ডহারবার (DHFC)। সবথেকে বড় বিষয়, তাদের নিজেদের মধ্যে বোঝাপড়া দারুণ জায়গায় ছিল।
একাধিক আক্রমণ তারা মহামেডান (MSC) পেনাল্টি বক্সে তুলে আনেন। সুযোগ কাজে লাগাতে পারলে, এই ম্যাচে জিতে যেতে পারত ডায়মন্ডহারবার। উল্টোদিকে সুযোগ তৈরি করে সাদাকালো ব্রিগেডও। কিন্তু গোল আসছিল না যেন কিছুতেই। শেষ মুহূর্তে পেনাল্টি না পেলে, এদিন হারতে হত মহামেডানকে।
প্রথমার্ধে ম্যাচে লিড নেয় ডায়মন্ডহারবার। গোল করেন জবি জাস্টিন। কর্নার থেকে আসা বলে হেড দিয়ে গোল করে যান তিনি। দ্বিতীয়ার্ধেও একাধিক গোলের সুযোগ তৈরি করে ডায়মন্ডহারবার। কিন্তু আর কোনও গোল হয়নি। খেলার একেবারে শেষ পেনাল্টি থেকে গোল করে ম্যাচ ড্র করে মহামেডান।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।