CFL 2024: কলকাতা লিগে বেসামাল পালতোলা নৌকা, ছন্দে ফিরতে পারবে মোহনবাগান?

কলকাতা লিগে (Calcutta Football League) খুব একটা ভালো জায়গায় নেই সবুজ মেরুন। পরপর ড্র এবং তারপর ডার্বিতে হার।

কলকাতা লিগে (Calcutta Football League) খুব একটা ভালো জায়গায় নেই সবুজ মেরুন। পরপর ড্র এবং তারপর ডার্বিতে হার।

আর বৃহস্পতিবার, কলকাতা লিগে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে পিয়ারলেসের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এবার কি জয়ের মুখ দেখবে ডেগি কার্ডোজ়োর দল? সেই উত্তর দেবে সময়।

Latest Videos

চলতি কলকাতা লিগে প্রথম তিনটি ম্যাচে জিততে পারেনি তারা। ভবানীপুর ফুটবল দল এবং রেইনবোর বিরুদ্ধে ড্র করে সবুজ মেরুন। তারপর ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে পরাজিত হয় তারা। কার্যত, ডার্বিতে হার।

সিএফএল (CFL) গ্রুপ বি-তে এইমুহূর্তে ১১ নম্বরে রয়েছে মোহনবাগান। দলের সংগ্রহে তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট। বৃহস্পতিবার, তাদের প্রতিপক্ষ পিয়ারলেস ফুটবল দল। যারা রয়েছে লিগ টেবিলের চার নম্বর স্থানে। পিয়ারলেস আবার চারটি ম্যাচের মধ্যে ২টিতে জয় পেয়েছে এবং দুটিতে হেরেছে।

আরও পড়ুনঃ

দলবদলের বাজারে ভরপুর চমক, মোহনবাগানে আসছেন এই অভিজ্ঞ সেন্টার-ফরোয়ার্ড?

জয়ের সরণীতে ফিরতে হলে মোহনবাগান দলে বেশকিছু বদলের প্রয়োজন রয়েছে। আরও বেশি শক্তিশালী করতে হবে আক্রমণভাগকে। গত ম্যাচগুলিতে সেইভাবে আক্রমণ দানা বাঁধেনি। একমাত্র সুহেইল ভাট ছাড়া গোল করার মতো কাউকে চোখে পড়ছে না এই দলে। অথচ টিমে ভালোমানের ফুটবলারের অভাবও নেই।

তাই সেই বিষয়ে এখন থেকেই নজর দেওয়া দরকার। তবে সবচেয়ে বেশি চিন্তা রক্ষণভাগ নিয়ে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগান ডিফেন্সের দুর্দশা সবাই দেখেছে। শুধু তাই নয়, তার আগের ম্যাচে যেভাবে রেইনবোর বিরুদ্ধে ২ গোলে এগিয়ে গিয়েও ড্র করেছে তারা, তাতে রক্ষণভাগের বেসামাল অবস্থাই সামনে এসেছে।

আর এই জায়গায় দাঁড়িয়ে, একটি ম্যাচে হারলেই লিগ জেতা বেশ কঠিন হয়ে যাবে মোহনবাগানের জন্য। তাই জয়ের রাস্তায় ফেরা ছাড়া কোনও উপায় নেই।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla
Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল | Asianet News Bangla
টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য | Kultali Tiger Update | Bangla News
বাচ্চাদের মিড ডে মিলে থিকথিক করছে পোকা! স্কুলে অশান্তি চরমে | Malda News Today | Mid Day Meal
LIVE : ISRO-র নয়া মহাকাশ অভিযান 'SPADEX', একসঙ্গে জোড়া মহাকাশযান উৎক্ষেপণ | Asianet News Bangla