CFL 2024: ঐতিহ্যের ডার্বি, কিন্তু গ্যালারি ফাঁকা! এ কোন বড় ম্যাচ দেখল কলকাতা?

মরশুমের প্রথম ডার্বির রং লাল হলুদ। কিন্তু বাঙালির সেই ঐতিহাসিক ডার্বিতেই ফাঁকা থাকল গ্যালারি। কলকাতা লিগে চার বছর পর অনুষ্ঠিত হল বড় ম্যাচ।

মরশুমের প্রথম ডার্বির রং লাল হলুদ। কিন্তু বাঙালির সেই ঐতিহাসিক ডার্বিতেই ফাঁকা থাকল গ্যালারি। কলকাতা লিগে চার বছর পর অনুষ্ঠিত হল বড় ম্যাচ।

প্রসঙ্গত, গত ২৫ জুন থেকে শুরু হয়েছে কলকাতা ফুটবলের এই মেগা প্রতিযোগিতা এবার লিগে মোট ২৬টি দল অংশগ্রহণ করছে। দুটি গ্রুপে ভাগ করে খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে।

Latest Videos

গ্রুপ এ-তে রয়েছে মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি, খিদিরপুর, বিএসএস স্পোর্টিং ক্লাব, কালীঘাট মিলন সংঘ, এরিয়ান, আর্মি রেড, নিউ আলিপুর সুরুচি সংঘ, সাদার্ন সমিতি, মেসার্স ক্লাব, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, উয়াড়ি এবং পাঠচক্র।

অন্যদিকে, গ্রুপ বি-তে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, ভবানীপুর এফসি, পিয়ারলেস, ক্যালকাটা কাস্টমস, পুলিশ এসি, রেইনবো এফসি, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, রেলওয়ে এফসি, জর্জ টেলিগ্রাফ, ক্যালকাটা পুলিশ ক্লাব, ইস্টার্ন রেলওয়ে, টালিগঞ্জঅগ্রগামী।

সেই গ্রুপ বি-র গুরুত্বপূর্ণ লড়াইতেই শনিবার, দুপুর ৩.১৫ মিনিটে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal)। বলা যেতে পারে, বাঙালির ঐতিহ্যের ডার্বি (Kolkata Derby)। সেই ম্যাচে ২-১ গোলে জয় পেল লাল হলুদ ব্রিগেড।

কিন্তু গোটা মাঠে দর্শকদের উপস্থিতি ছিল খুবই নগণ্য। সাধারণত, ডার্বি ম্যাচে যে উচ্ছ্বাস চোখে পড়ে সেই তুলনায় অনেকটাই কম ছিল এদিনের ম্যাচে। শুধু তাই নয়, বড় ম্যাচে গ্যালারি থাকে কানায় কানায় পূর্ণ। কিন্তু শনিবারের ম্যাচে কার্যত ধু ধু করেছে দর্শকাসন। কিছু জায়গা ভর্তি ছিল। দুই দলের সমর্থকরাই এসেছিলেন। তবে গ্যালারির অধিকাংশ জায়গাই ছিল খালি।

যে ডার্বিকে বলা হয় বাঙালির ঐতিহ্যের ডার্বি, সেই বড় ম্যাচেই কিনা মাঠ পুরো খালি? বিদেশিহীন দুই দলেই খেলেন দেশের ছেলেরা। তাদের খেলা দেখতে গেলেন গুটিকয়েক দর্শক। ডার্বি ম্যাচে যুবভারতীর গ্যালারি কার্যত গমগম করে। কিন্তু এদিনের বড় ম্যাচে যেন অনেকটা নিস্প্রভ লাগল সল্টলেক স্টেডিয়ামকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল