CFL 2024: কলকাতা লিগে বড় জয় মহামডানের, আর্মি রেডকে ৩-১ গোলে হারাল সাদাকালো ব্রিগেড

কলকাতা লিগের (Calcutta Football League) গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার, মুখোমুখি হয় মহামেডান স্পোর্টিং বনাম আর্মি রেড ফুটবল দল। সেই ম্যাচে বড় জয় সাদাকালো ব্রিগেডের। আর্মি রেডকে ৩-১ গোলে হারাল মহামেডান।   

কলকাতা লিগের (Calcutta Football League) গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার, মুখোমুখি হয় মহামেডান স্পোর্টিং বনাম আর্মি রেড ফুটবল দল। সেই ম্যাচে বড় জয় সাদাকালো ব্রিগেডের। আর্মি রেডকে ৩-১ গোলে হারাল মহামেডান।

কলকাতা লিগের (Calcutta Football League) গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার, মুখোমুখি হয় মহামেডান স্পোর্টিং বনাম আর্মি রেড ফুটবল দল। সেই ম্যাচে বড় জয় সাদাকালো ব্রিগেডের। আর্মি রেডকে ৩-১ গোলে হারাল মহামেডান।

Latest Videos

প্রসঙ্গত, গত ২৫ জুন থেকে শুরু হয়েছে কলকাতা ফুটবলের এই মেগা প্রতিযোগিতা। প্রথম ম্যাচেই জয় পেয়েছে মহামেডান স্পোর্টিং ফুটবল দল (Mohammedan Sporting Club)। এবার লিগে মোট ২৬টি দল অংশগ্রহণ করছে। দুটি গ্রুপে ভাগ করে খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে।

গ্রুপ এ-তে রয়েছে মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি, খিদিরপুর, বিএসএস স্পোর্টিং ক্লাব, কালীঘাট মিলন সংঘ, এরিয়ান, আর্মি রেড, নিউ আলিপুর সুরুচি সংঘ, সাদার্ন সমিতি, মেসার্স ক্লাব, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, উয়াড়ি এবং পাঠচক্র।

অন্যদিকে, গ্রুপ বি-তে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, ভবানীপুর এফসি, পিয়ারলেস, ক্যালকাটা কাস্টমস, পুলিশ এসি, রেইনবো এফসি, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, রেলওয়ে এফসি, জর্জ টেলিগ্রাফ, ক্যালকাটা পুলিশ ক্লাব, ইস্টার্ন রেলওয়ে, টালিগঞ্জ অগ্রগামী।

সেই গ্রুপ এ-র গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার দুপুর ৩টেয়, মহামেডান মাঠে মুখোমুখি হয় মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting Club) বনাম আর্মি রেড ফুটবল দল (Army Red)। প্রসঙ্গত, গত ম্যাচে কালীঘাটের বিরুদ্ধে হার এবং তার আগের ম্যাচে খিদিরপুরের বিরুদ্ধে ড্র করে বেজায় চাপে ছিল সাদাকালো ব্রিগেড।

তাই এই ম্যাচে না জিতলে কোচের চাকরি নিয়েও হয়ত টানাটানি শুরু হয়ে যেত। সেই জায়গায় দাঁড়িয়েই, আর্মি রেডের বিরুদ্ধে জয় কিছুটা স্বস্তি দিল মহামেডান ফুটবল দলকে। উল্লেখ্য, এই ম্যাচের শুরু থেকেই চাপ বাড়াতে শুরু করে সাদাকালো ব্রিগেড। এদিন অধিনায়ক তন্ময় ঘোষকে বেশ সপ্রতিভ লাগে।

সেইসঙ্গে, সজল বাগ, অ্যাডিসন, ইসরাফিল এবং জোসেফ, প্রত্যেকে ভালো ফুটবল উপহার দেন। বলা যেতে পারে, যেন চেনা ছন্দ ফিরে পায় সাদাকালো ব্রিগেড। আর তার ফল মেলে একেবারে হাতেনাতে। ম্যাচের ৩৮ মিনিটে, মহামেডানের হয়ে প্রথম গোলটি করেন ইসরাফিল (Israfil)।

আরও পড়ুনঃ

কলকাতা লিগে কবে কবে নামছে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান? একনজরে তিন প্রধানের সূচি

তবে সেখানেই শেষ নয়। ফার্স্ট হাফের অতিরিক্ত সময়ে, ফের গোল আসে তাঁর পা থেকেই। ইসরাফিলের জোড়া গোলের সুবাদে, প্রথমার্ধেই মহামেডান স্পোর্টিং ফুটবল দল এগিয়ে যায় ২-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝড় বজায় রাখে সাদকালো ব্রিগেড। ম্যাচের ৫৩ মিনিটে, ব্যবধান আরও বাড়ায় তারা। এবার গোল করেন অ্যাডিসন (Adison)। ম্যাচের স্কোর তখন ৩-০। কিন্তু এরপর কিছুটা খেলায় ফিরে আসার চেষ্টা করে আর্মি রেড।

সেই জায়গা থেকেই খেলার ৬৭ মিনিটে, পারদীপের (Pardeep) গোলে ব্যবধান কমায় তারা। এমনকি, ম্যাচের শেষদিকেও একাধিক আক্রমণ তুলে আনে তারা। কিন্তু সজাগ ছিল সাদকালো ডিফেন্স। ফলে, আর কোনও গোল তারা করতে পারেনি। সেইসঙ্গে, গোটা ম্যাচে কার্যত আধিপত্য বিস্তার করেই খেলে মহামেডান।

শেষপর্যন্ত, ম্যাচ শেষ হয় ৩-১ ফলাফল নিয়েই। আর্মি রেডকে ৩-১ গোলে হারিয়ে কলকাতা লিগের লড়াইতে থাকল মহামেডান স্পোর্টিং (MSC)।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'TATA-কে তাড়িয়ে সিঙ্গুর নয়, নন্দীগ্রামের জন্যই পিসি আজ মুখ্যমন্ত্রী' চরম কথা Suvendu Adhikari-র
Election Commission Live : বিধানসভা নির্বাচন কবে দিল্লিতে? ভোটের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের
বাপরে! কাঁপছে ঘর, দুলছে ফ্যান! সাতসকালে কেঁপে উঠল নেপাল, বিহার ও কলকাতা | Nepal Earthquake Today
'আখতার আলীর চরম সর্বনাশ করবে তৃণমূল', আশঙ্কা প্রকাশ অধীর রঞ্জন চৌধুরীর | Adhir Ranjan Chowdhury
'আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয়ে যায়' নন্দীগ্রামে চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari Nandigram