শনিবার মরসুমের প্রথম কলকাতা ডার্বি। কলকাতা লিগের ম্যাচ হওয়ায় সিনিয়র ফুটবলাররা খেলবেন না। কিন্তু ইস্টবেঙ্গল-মোহনবাগান নামের জন্যই বড় ম্যাচ নিয়ে আগ্রহ রয়েছে।
শনিবার কলকাতা ডার্বি হচ্ছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনেই। এ কথা জানিয়ে দিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি জানিয়েছেন, ‘১৩ জুলাই বিকেল তিনটে ১৫ মিনিটে শুরু হবে ম্যাচ।’ আইএফএ সচিব আরও জানিয়েছেন, 'পুলিশের কাছ থেকে আমরা নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে গিয়েছি। ক্রীড়া দফতরে সেই এনওসি পাঠিয়ে দিয়েছি। আশা করি দু-একদিনের মধ্যেই সরকারের কাছ থেকেও এনওসি পেয়ে যাব। তারপর ম্যাচ নিয়ে যেভাবে এগোনোর কথা সেভাবেই আমরা এগোব। আশা করি কোনও সমস্যা হবে না।' বিকেলে ম্যাচ শুরু হওয়ায় ফ্লাড লাইট জ্বালানোর দরকার হবে না বলে জানিয়েছেন আইএফএ সচিব।
বড় ম্যাচে টিকিটের দাম কত থাকছে?
কলকাতা ডার্বির টিকিটের বিষয়ে আইএফএ সচিব জানিয়েছেন, 'আমাদের যা প্রাথমিক কথা হয়েছে সেই অনুযায়ী সাধারণ গ্যালারির টিকিটের দাম থাকছে ১০০ ও ১৫০ টাকা। ভিআইপি গ্যালারির টিকিটের দাম থাকছে ৫০০ টাকা। ভিভিআইপি গ্যালারির টিকিটের দাম ১,২০০ টাকা। আমাদের এই আলোচনাই হয়েছে। আশা করি এই দামই থাকবে। ভিভিআইপি টিকিটের দামের মধ্যেই খাবারের দাম ধরা থাকবে।' কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে বা মোট কত টিকিট বিক্রি করা হবে, সে বিষয়ে এখনও কিছু জানাননি আইএফএ সচিব। তবে তিনি আশাবাদী, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে যত আসন আছে, সেই অনুযায়ীই টিকিট বাজারে ছাড়া হবে এবং গ্যালারি পূর্ণ থাকবে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট বিক্রির ব্যবস্থাও থাকছে।
বড় ম্যাচের জন্য তৈরি হচ্ছে দুই শিবির
চলতি কলকাতা লিগে প্রথম ২ ম্যাচে ১০ গোল করেছে ইস্টবেঙ্গল। দুই ম্যাচেই জয় পেয়েছে লাল-হলুদ শিবির। অন্যদিকে, এখনও পর্যন্ত জয় পায়নি মোহনবাগান সুপার জায়ান্ট। ফলে মানসিকভাবে এগিয়ে থেকে কলকাতা ডার্বি খেলতে নামছে ইস্টবেঙ্গল। তবে বড় ম্যাচ সবসময়ই ৫০-৫০। ফলে কোনও দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না। শনিবার যারা ভালো খেলবে তারাই জয় পাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
তাদের আক্রমণে বিপক্ষ দল হবে ছারখার, মোহনবাগানের নজরে এবার এই দুই ফরোয়ার্ড?
East Bengal: আইএসএল-এ ইস্টবেঙ্গলের ভরসা, মরসুম শুরুর আগেই জীবনের নতুন অধ্যায়ে হিজাজি মাহের