ভবানীপুরের বিরুদ্ধে সহজ জয়, কলকাতা লিগে সুপার সিক্সের শুরুতেই ছন্দে মহামেডান স্পোর্টিং

Published : Sep 12, 2024, 07:49 PM ISTUpdated : Sep 12, 2024, 08:17 PM IST
Mohammedan Sporting Club

সংক্ষিপ্ত

কলকাতা ফুটবল লিগের সুপার সিক্স পর্বে ভবানীপুর ক্লাবকে ২- হারিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। লালগাইসাকা ও ইসরাফিলের পেনাল্টি গোলে জয় নিশ্চিত করে সাদা-কালো ব্রিগেড।

কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সের গুরুত্বপূর্ণ ম্যাচে ভবানীপুর ক্লাবকে ২-০ হারিয়ে দিল মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে সাদা-কালো ব্রিগেডকে জয় এনে দিলেন লালগাইসাকা ও ইসরাফিল দেওয়ান। জোড়া গোলই হয় পেনাল্টি থেকে। ৭৩ মিনিটে প্রথম গোল করেন লালগাইসাকা। এরপর দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে গোল করেন ইসরাফিল। গ্রুপ বি-তে ইস্টবেঙ্গলের সঙ্গে লড়াইয়ে ছিল ভবানীপুর। কিন্তু সুপার সিক্সের প্রথম ম্যাচে বিশেষ লড়াই করতে পারল না ভবানীপুর। বরং গ্রুপএ-তে কিছুটা পিছিয়ে থেকে সুপার সিক্সের যোগ্যতা অর্জন করা মাহমেডান স্পোর্টিং ক্লাব বৃহস্পতিবার দুর্দান্ত পারফরম্যান্স দেখাল। ফলে লিগ জয়ের লড়াইয়ে থাকল সাদা-কালো ব্রিগেড। এদিন হেরে গিয়ে লিগ জয়ের লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়ল ভবানীপুর।

ভবানীপুরের হারে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল শিবির

বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল যখন নিজেদের মাঠে ক্যালকাটা কাস্টমস ক্লাবের মুখোমুখি হয়েছিল, তখন ভবানীপুরের বিরুদ্ধে লড়াই করছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। নিজেদের প্রিয় দলের পাশাপাশি মহামেডান স্পোর্টিং-ভবানীপুর ম্যাচের দিকেও চোখ রেখেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। ভবানীপুরের পয়েন্ট ইস্টবেঙ্গলের কাছাকাছি ছিল। এই কারণে ভবানীপুরের হার চাইছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। তাঁদের সেই আশা পূরণ হল।

ইস্টবেঙ্গলের সহজ জয়

বৃহস্পতিবার কলকাতা সুপার লিগের সুপার সিক্স পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচে কাস্টমসকে ৪-১ উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। জোড়া গোল করলেন বিষ্ণু পি ভি। এছাড়া গোল করেন শ্যামল বেসরা ও আদিল আমাল। প্রথমে গোল করে কাস্টমসকে এগিয়ে দেন রবি হাঁসদা। তবে শুরু থেকেই ইস্টবেঙ্গলের দাপট ছিল। ফলে এগিয়ে যাওয়ার পরেও জিততে পারল না কাস্টমস। এবার ডায়মন্ড হারবার এফসি-র পয়েন্ট হারানোর অপেক্ষায় লাল-হলুদ শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কাস্টমসের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৪-১ জয়, কলকাতা লিগে সুপার সিক্সেও অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গল

গড়ের মাঠে ফের আর জি কর নিয়ে প্রতিবাদ, বিচারের দাবিতে সরব ইস্টবেঙ্গল সমর্থকরা

'তিলোত্তমার রক্ত চোখ, আঁধার রাতের মশাল হোক!' ফের আর জি কর নিয়ে সরব ইস্টবেঙ্গল সমর্থকরা

PREV
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?