ISL: রুদ্ধশ্বাস ম্যাচে লড়াকু জয় বাগানের, পিছিয়ে গিয়েও নর্থ ইষ্টকে ৩-২ গোলে হারাল মোলিনার ছেলেরা

ডুরান্ড কাপ ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিল বাগান। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৩-২ গোলে লড়াকু জয় সবুজ মেরুন ব্রিগেডের।

Subhankar Das | Published : Sep 24, 2024 12:52 AM
110
সোমবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় দুই দল

কার্যত, হাড্ডাহাড্ডি খেলা। আইএসএল-এর (ISL) গুরুত্বপূর্ণ ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডকে (North East United) ৩-২ গোলে হারিয়ে জয় মোহনবাগানের (Mohun Bagan)।

210
কার্যত, দুবার পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে আসে তারা

দুরন্ত লড়াই করলেন কামিংসরা।

310
প্রথমেই এগিয়ে যায় নর্থ ইস্ট

খেলার ৪ মিনিটে, মহম্মদ আলি বেমামেরের গোলে ম্যাচে লিড নেয় তারা।

410
তবে কয়েক মুহূর্তের মধ্যেই ম্যাচে ফিরে আসে মোলিনার ছেলেরা

ঠিক ১০ মিনিটের মাথায়, দীপেন্দু বিশ্বাসের গোলে খেলায় সমতা ফেরায় বাগান ব্রিগেড।

510
তবে সেখানেই শেষ নয়

ম্যাচের ২৪ মিনিটে, আবারও এগিয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড। গোল করেন আলাদিন।

610
প্রথমার্ধ শেষ হয় ২-১ ফলাফল নিয়েই

তবে এরপর খেলায় ফিরে আসে সবুজ মেরুন।

710
দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝড় তোলে মোহনবাগান

ম্যাচের ৬১ মিনিটে, গোল করে সমতা ফেরান শুভাশিস বোস।

810
জয়সূচক গোলটি করেন কামিংস

খেলার ৮৭ মিনিটে, সবুজ মেরুনের হয়ে জয়সূচক গোলটি করেন জেসন কামিংস।

910
জুয়ান পেদ্রো বেনালির ছেলেদের হারিয়ে দিল মোহনবাগান

বলা যেতে পারে, মধুর প্রতিশোধও বটে।

1010
শেষপর্যন্ত, ৩-২ গোলে জয়

হাড্ডাহাড্ডি ম্যাচে লড়াকু জয় মোহনবাগানের।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos