আইএসএল-এর (Indian Super League) গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে ৭.৩০ মিনিটে মুখোমুখি হবে মোহনবাগান বনাম নর্থ ইস্ট ইউনাইটেড (Mohun Bagan vs North East United)।
আইএসএলে (ISL) নিজেদের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে তারা।
সেই ম্যাচেও রভশন এফসির বিরুদ্ধে গোলশূন্য অবস্থাতেই ম্যাচ শেষ করে সবুজ মেরুন ব্রিগেড।
অনুশীলন চলছে জোরকদমে।
জয় ছাড়া কিছুই ভাবছেন না মোহনবাগান ফুটবলাররা।
মহামেডানকে ১-০ গোলে হারায় তারা।
আইএসএল-এর লড়াইতে এগিয়ে যাওয়ার জন্য তিনি শুধু জয় চাইছেন।
তাঁর কথায়, “ডুরান্ড কাপ ফাইনালের সঙ্গে এই ম্যাচের কোনও তুলনা করতে চাই না। ওটা ছিল একটি প্রতিযোগিতার ফাইনাল খেলা। আর এটা আইএসএল-এর লিগ ম্যাচ।”
মোলিনার মতে, “আমরা এই ম্যাচের জন্য পুরো তৈরি। কঠিন একটি ম্যাচ আমাদের সামনে। তবে আশা করি, সোমবার আইএসএল-এর প্রথম জয় পাব আমরা।”
এবার শুধু মাঠে বল গড়ানোর অপেক্ষা।
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস-১৮ টেলিভিশন চ্যানেল ও জিও সিনেমা মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটে।