লজ্জার নজির, কলকাতা ফুটবল লিগে অবনমন শতাব্দীপ্রাচীন মহামেডান স্পোর্টিং ক্লাবের

Published : Sep 05, 2025, 08:39 PM IST
Mohammedan Sporting Club

সংক্ষিপ্ত

Mohammedan Sporting Club: পরাধীন ভারত থেকেই কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে আসছে মহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু এবার কলকাতা ফুটবল লিগের সর্বোচ্চ পর্যায় থেকে অবনমন হল সাদা-কালো ব্রিগেডের।

DID YOU KNOW ?
পরপর ৫ বার লিগ চ্যাম্পিয়ন
১৯৩০ সাল থেকে ১৯৩৪ সাল পর্যন্ত পরপর পাঁচবার কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয় মহামেডান স্পোর্টিং ক্লাব।

Calcutta Football League 2025: কলকাতা ফুটবল লিগে প্রিমিয়ার ডিভিশন থেকে অবনমন হল শতাব্দীপ্রাচীন মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan Sporting Club)। শুক্রবার চলতি কলকাতা ফুটবল লিগে নিজেদের শেষ ম্যাচে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের সঙ্গে ১-১ ড্র করে প্রিমিয়ার ডিভিশন থেকে নেমে গেল ১৪ বারের চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং। ২০২১, ২০২২ ও ২০২৩ সালে পরপর তিনবার কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয় সাদা-কালো ব্রিগেড। তবে গত মরসুমের কলকাতা ফুটবল লিগে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি মহামেডান স্পোর্টিং ক্লাব। এবার পারফরম্যান্স আরও খারাপ হল। আগামী মরসুমে আর কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলতে পারবে না গড়ের মাঠের তৃতীয় প্রধান ক্লাব। আর্থিক সমস্যায় আইএসএল-এ (Indian Super League) খেলা অনিশ্চিত। এরই মধ্যে কলকাতা ফুটবল লিগ থেকেও অবনমন হল। ফলে প্রবল সমস্যায় পড়ে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব।

অবনমন এড়াল এরিয়ান ক্লাব

মহামেডান স্পোর্টিং ক্লাবের পাশাপাশি এবারের কলকাতা ফুটবল লিগে অবনমনের আশঙ্কায় ছিল অপর এক শতাব্দীপ্রাচীন দল এরিয়ান ক্লাব (Aryan Football Club)। তবে অবনমন এড়াতে সক্ষম হল এরিয়ান ক্লাব। শুক্রবার কল্যাণীতে কলকাতা পুলিশকে ১–০ হারিয়ে অবনমনের লজ্জা এড়াল এরিয়ান ক্লাব। ৫৮ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন রাজু ওঁরাও। চলতি কলকাতা ফুটবল লিগে গ্রুপ বি-তে ১২ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে ১১-তম স্থানে থাকল মহামেডান স্পোর্টিং। ফলে তাদের অবনমন হল। অন্যদিকে, ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে দশম স্থানে থেকে অবনমন এড়াল এরিয়ান ক্লাব। গ্রুপ বি থেকে মহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে অবনমন হল কলকাতা পুলিশ ও সাদার্ন সমিতির।

মহামেডান স্পোর্টিংয়ের পতন

ব্রিটিশ আমলে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে পরপর পাঁচবার কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয় মহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু স্বাধীনতার পর থেকেই সাদা-কালো ব্রিগেডের পতন শুরু হয়। ১৯৮১ সালের পর কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হতে ৪০ বছর অপেক্ষা করতে হয়। তারপর টানা তিনবার সাফল্য এলেও, এবার লজ্জাজনক পারফরম্যান্স দেখা গেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৪
১৪ বার কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোর্টিং
কলকাতা ফুটবল লিগের ইতিহাসে অন্যতম সফল দল মহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু এবার এই দলই চরম ব্যর্থ হল।
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?