Super Cup 2025: হতশ্রী পারফরম্যান্স মহামেডানের। সুপার কাপে লজ্জার পরাজয় সাদাকালো ব্রিগেডের (NEUFC vs MSC)। আর উল্টোদিকে দুরন্ত জয় নর্থইষ্টের। 

Super Cup 2025: সুপার কাপ (Super Cup 2025) থেকে বিদায় মহামেডানের। কার্যত, লজ্জার পরাজয় নর্থইস্টের বিরুদ্ধে। বলা ভালো, অসাধারণ ফুটবল উপহার দিল নর্থইস্ট ইউনাইটেড এফসি।

ডুরান্ড কাপ এবং আইএসএলে ব্যর্থতার পর, একমাত্র সুপার কাপটাই (Super Cup 2025 Live) ছিল ঘুরে দাঁড়ানোর মঞ্চ। তবে ক্লাবের অন্দরে যা অবস্থা, তাতে ভালো পারফর্ম করা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল মহামেডান ফুটবলারদের জন্য। বেতন সমস্যা দীর্ঘদিন ধরে চলছে সাদাকালো ব্রিগেডে। তার মধ্যে ইনভেস্টরদের সরে দাঁড়ানোর ঘটনা বেজায় বিপাকে ফেলে দেয় শতাব্দীপ্রাচীন এই ক্লাবকে। 

সেই আবহেই কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর তক্তাবধানে সুপার কাপের প্রস্তুতি শুরু করে মহামেডান (Mohammedan Sporting Club)। কিন্তু মাঠে নামতেই কার্যত হতশ্রী পারফরম্যান্স নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। রীতিমতো হাফ ডজন গোল খেল তারা (Super Cup Highlights)। সেইসঙ্গে, ৬-০ গোলে হেরে সুপার কাপ থেকে বিদায় মহামেডানের। 

বৃহস্পতিবার, কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় মহামেডান স্পোর্টিং বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (North East United vs Mohammedan Sporting)। আর সেই ম্যাচে প্রথম থেকেই চাপ বাড়াতে শুরু করে নর্থইস্ট। মাঝমাঠ থেকে শুরু করে আক্রমণভাগ, সবক্ষেত্রেই প্রাধান্য দেখায় জুয়ান পেদ্রো বেনালির ছেলেরা। কার্যত, মহামেডানকে বোতলবন্দি করে ফেলেন তারা। 

ম্যাচের মাত্র ৩ মিনিটেই প্রথম গোল পেয়ে যায় নর্থইস্ট। গোল করে দলকে এগিয়ে দেন জিতিন এমস। তবে সেখানেই শেষ নয়। খেলার ১৮ মিনিটে, ফের গোল করেন আজারাই। ম্যাচের ফলাফল তখন ২-০। সবথেকে বড় বিষয়, নর্থইস্ট ইউনাইটেডের লাগাতার আক্রমণে তখন একেবারে দিশেহারা অবস্থা সামাদ আলী মল্লিকদের (Super Cup 2025 news)। আর সেই সুবাদেই আবার গোল। ম্যাচের ৪২ মিনিটে, গোল করেন নেস্টর। ফলে, ম্যাচের প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় নর্থইস্ট (North East United vs Mohammedan Sporting live score)। 

দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে তারা। খেলার ৫৬ মিনিটে, ফের গোল করেন সেই আজারাই। ঠিক তার ১০ মিনিটে বাদে, আবার গোল। এবার গুলেরিমো। ম্যাচের ফলাফল তখন ৫-০। কিন্তু তারপরেও অনেক নাটক বাকি ছিল। 

অতিরিক্ত সময়ে, পেনাল্টি পায় নর্থইস্ট। আর সেই পেনাল্টি থেকে গোল করে দলকে আরও গিয়ে দেন তারকা আলাদিন আজারাই (Ajaraie)। আর সেইসঙ্গে, সেরে ফেলেন নিজের হ্যাটট্রিক। শেষপর্যন্ত, মহামেডানকে ৬-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল নর্থইষ্ট ইউনাইটেড (North East United FC)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।