Mohammedan Sporting Club: ফের বিতর্কের সম্মুখীন হল মহামেডান স্পোর্টিং ফুটবল দল। এবার খেল ফিফার ব্যান। 

Mohammedan Sporting Club: সমস্যায় সাদাকালো ব্রিগেড। ফের বিতর্কের সম্মুখীন হল মহামেডান স্পোর্টিং ফুটবল দল। এবার খেল ফিফার ব্যান। মহামেডান ক্লাবের দুঃসময় যেন শেষ হয়েও হইল না শেষ! 

মাত্র একদিন আগেই ফেডারেশনের রেজিস্ট্রেশন ব্যান তোলার জন্য বিপুল পরিমাণ টাকা দিতে হয়েছে তাদের। তার মধ্যেই বৃহস্পতিবার, ফের একইরকম শাস্তির মুখে পড়ল সাদাকালো ব্রিগেড। তবে এবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নয়। শাস্তির নির্দেশ দিয়েছে খোদ ফিফা। মিরজালল কাসিমভের বকেয়া অর্থ না মেটানোর জন্য, এবার নয়া বিপাকে পড়েছে তারা।

ঘটনাটা ঠিক কী?

আসলে গত মরশুমে, একাধিক কোচ এবং ফুটবলারদের বেতন বকেয়া রেখেছে মহামেডান। সেইসঙ্গে, একাধিক কারণে হওয়া জরিমানার অর্থও ফেডারেশনকে মেটাতে পারেনি তারা। ফলে, এবার ট্রান্সফার উইন্ডো খোলার ঠিক আগে ফেডারেশনের তরফ থেকে রেজিস্ট্রেশন ব্যানের শাস্তি দেওয়া হয়েছে তাদের। অবশেষে কর্তাদের উদ্যোগে বুধবার, AIFF-কে জরিমানার টাকা মেটানো সম্ভব হয়েছে।

সবথেকে মজার বিষয়টা হচ্ছে, শুক্রবার সেই ব্যানের বোঝা মাথায় নিয়েই কলকাটা লিগ খেলতে নামে তারা। ব্যাপারটা হচ্ছে, ফেডারেশনের তরফ থেকে এই ব্যানের আগেই কয়েকজন ফুটবলারের রেজিস্ট্রেশন করিয়ে রেখেছিল সাদাকালো ব্রিগেড। তবে এটাও ঠিক যে, বাকি পরিকল্পনা বিশ বাঁও জলে। কারণ, এবার ব্যান তো ফেডারেশন দেয়নি। সোজা ফিফা থেকে এসেছে। 

নতুন রেজিস্ট্রেশনে বাধা

ফলে, আরও কয়েকজন ফুটবলারকে কলকাতা লিগের জন্য নথিভুক্ত করানোর ক্ষেত্রে ফিফার এই শাস্তি বাধা হয়ে দাঁড়াবে। কারণ, এবার কয়েক লক্ষ টাকার বিষয় নয়! বকেয়ার অঙ্কটা কোটি টাকার। তাই এই বিপুল পরিমাণ অর্থ কীভাবে এবং কোথা থেকে জোগাড় করা হবে? কেউ জানেন না।

এদিকে মাত্র একদিন আগেই ফেডারেশনের রেজিস্ট্রেশন ব্যান তোলার জন্য প্রচুর টাকা দিতে হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে। এবার বৃহস্পতিবার, ফের একইরকম শাস্তির মুখে পড়ল সাদাকালো ব্রিগেড। তবে এবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নয়। শাস্তির নির্দেশ দিয়েছে খোদ ফিফা। মিরজালল কাসিমভের বকেয়া অর্থ না মেটানোর জন্য, এবার নয়া বিপাকে পড়েছে তারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।