Calcutta Football League 2025: জাঁকজমকপূর্ণ ভাবেই শুরু কলকাতা লিগ! শুক্রবার মাঠে নামছে ইস্টবেঙ্গল, খেলা দেখবেন কোথায়?

Published : Jun 27, 2025, 01:37 PM IST
Calcutta Football League 2025

সংক্ষিপ্ত

Calcutta Football League 2025: শুরু হয়েছে ঐতিহ্যবাহী কলকাতা ফুটবল লিগ। শুক্রবার, নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল। 

Calcutta Football League 2025: জাঁকজমকপূর্ণভাবেই শুরু হয়েছে কলকাতা ফুটবল লিগ ২০২৫। ২৫ জুন, নৈহাটির বঙ্কিমাঞ্জলী স্টেডিয়ামে জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এই বছরের কলকাতা ফুটবল লিগ (CFL 2025)। আর সেই প্রতিযোগিতায় শুক্রবার, নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল (calcutta football league 2025)।   

উল্লেখ্য, আতশবাজি, লেজার শো, ধামশা মাদল এবং মাটির সুরে গানের মধ্য দিয়ে বুধবার, ফ্লাড লাইটের আলোয় নৈহাটি বঙ্কিমাঞ্জলী স্টেডিয়াম যেন সতিই বর্ণময় হয়ে ওঠে। এদিন প্রথম ম্যাচটি ছিল বেহালা এস এস বনাম কালীঘাট মিলন সংঘের মধ্যে। 

জমকালো উদ্বোধনী অনুষ্ঠান 

উপস্থিত ছিলেন, এলাকার সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক সনৎ দে, উত্তর ২৪ পরগনা জেলার ক্রীড়া প্রশাসক নবাব ভট্টাচার্য, শ্রাচী স্পোর্টসের চেয়ারম্যান তমাল ঘোষাল, ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি, আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ-সভাপতি স্বরূপ বিশ্বাস, সহ-সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, বিশ্বজিৎ ভাদুড়ী, এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি সুফল রঞ্জন গিরি, উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থার সচিব সিদ্ধার্থ ভট্টাচার্য, পূর্ব মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব বিপ্লব চক্রবর্তী, ওয়েস্টবেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সচিব দেবব্রত সাহা, কোষাধ্যক্ষ পার্থ মুখোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র, দীপেন্দু বিশ্বাস, কুন্তলা ঘোষ দস্তিদার এবং প্রণয় হালদার সহ অনেকেই উপস্থিত ছিলেন। 

সেই অনুষ্ঠানে পারফর্ম করে বিট ব্রেকার ড্যান্স গ্রুপ এবং ও গানে গানে মাতিয়ে দেন পৌষালি ব্যানার্জী। আর শুক্রবার, সিএফএল অভিযান শুরু করছে লাল হলুদ ব্রিগেড। প্রসঙ্গত, নৈহাটি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে মেসারার্স ক্লাবের। প্রথম ম্যাচ যেকোনও দলের জন্যই যথেষ্ট কঠিন হয়। তাই নিজেদের শক্তির উপরই ভরসা রাখতে চাইছেন ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ বিনো জর্জ। 

এমনকি, বৃহস্পতিবার অনুশীলন শেষে মাঠের মধ্যেই ফুটবলারদের আলাদা করে ১০ মিনিট ক্লাস নেন তিনি। সূত্রের খবর, এবারও যে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়নের মতোই খেলতে হবে, সেই কথাই বুঝিয়ে দিয়েছেন তিনি।

খেলা দেখবেন কোথায়?

খেলা দেখতে গেলে ফোনে গুগল প্লে-স্টোর কিংবা অ্যাপল স্টোর থেকে ইন্সটল করতে হবে ‘SSEN অ্যাপ্লিকেশন'। তারপর সাবস্ক্রাইব করে দেখতে হবে ম্যাচ। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?