Pep Guardiola: এবার কি কোচিং থেকে অবসরের পথে পেপ গুয়ারদিওলা? ম্যাঞ্চেস্টার সিটি ছাড়ার পর লম্বা বিরতি

Published : Jul 29, 2025, 04:44 PM IST
Pep Guardiola: এবার কি কোচিং থেকে অবসরের পথে পেপ গুয়ারদিওলা? ম্যাঞ্চেস্টার সিটি ছাড়ার পর লম্বা বিরতি

সংক্ষিপ্ত

Pep Guardiola: ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে চুক্তি শেষ হলে, ফুটবল থেকে বিরতি নেবেন বিশ্ববিখ্যাত কোচ পেপ গুয়ারদিওলা। 

Pep Guardiola: ফুটবলারদের হেডস্যার। কখনও কখনও জনপ্রিয়তার বিচারে ফুটবলারদেরকেও ছাপিয়ে যান প্রতিভাবান কোচ পেপ গুয়ারদিওলা। তাঁর কোচিং-এই বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ এবং ম্যাঞ্চেস্টার সিটির মতো দলগুলি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জিতেছে। কিন্তু এবার তিনি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে চুক্তি শেষ হলে, ফুটবল থেকে বিরতি নেবেন বিশ্ববিখ্যাত কোচ পেপ গুয়ারদিওলা। সিটি ম্যানেজমেন্টের চাপ তাঁকে রীতিমতো ক্লান্ত করে দিয়েছে বলেও জানিয়েছেন গুয়ারদিওলা।

নতুন মরশুমের প্রস্তুতির মাঝেই এবার এই চমকপ্রদ ঘোষণা গুয়ারদিওলার মুখে 

প্রসঙ্গত, আগামী ২০২৭ সালে ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে চুক্তি শেষ হলে ফুটবল থেকে তিনি দূরে সরে যাবেন। আর এই বিরতি ১৫ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। সিটি ম্যানেজমেন্টের চাপ তাঁকে পুরো ক্লান্ত করে দিয়েছে। মানসিক এবং শারীরিকভাবে সুস্থ হতে দীর্ঘ একটা বিরতি প্রয়োজন বলে জানিয়েছেন ৫৪ বছর বয়সী এই কোচ। সেই ১৯৯০ থেকে ২০০১ সাল পর্যন্ত, বার্সেলোনার ফুটবলার ছিলেন গুয়ারদিওলা। এরপর ২০০৮ সালে, কাতালান ক্লাবের সঙ্গেই কোচ হিসেবে তাঁর জয়যাত্রা শুরু হয়।

বার্সেলোনাকে সমস্ত শিরোপা এনে দেওয়ার পর, ২০১৩ সালে জার্মান ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দেন তিনি। তারপর ২০১৬ সালে, সিটিতে যোগদান। সেখানে মোট ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা সহ মোট ১৮টি গুরুত্বপূর্ণ ট্রফি সিটির ঝুলিতে এনে দেন পেপ গুয়ারদিওলা। তবে এটাও ঠিক যে, সিটি ফুটবল দলের কোচের পদ ছেড়ে অন্য কোনও জাতীয় দলের কোচ হতে চান বলে আগেই জানিয়েছিলেন তিনি। 

কিন্তু এবার ফুটবল থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন

জানা গেছে, ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে চুক্তি শেষ হলে, ফুটবল থেকে বিরতি নেবেন বিশ্ববিখ্যাত কোচ পেপ গুয়ারদিওলা। সিটি ম্যানেজমেন্টের চাপ তাঁকে রীতিমতো ক্লান্ত করে দিয়েছে বলেও জানিয়েছেন গুয়ারদিওলা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?