Cape Verde National Football Team: দেশের জনসংখ্যা মাত্র ৫ লক্ষ! বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল কেপ ভার্দে

Published : Oct 15, 2025, 03:19 AM IST
Cape Verde National Football Team

সংক্ষিপ্ত

Cape Verde National Football Team: হয়ত দেশটির নামই অনেকে শোনেননি। তারাই আগামী বছরের ফুটবল বিশ্বকাপে খেলতে নামবে। এসওয়াতিনিকে ৩-০ গোলে হারিয়ে দিয়ে, আসন্ন ২০২৬ সালে অনুষ্ঠিত হতে চলা ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলল কেপ ভার্দে।

Cape Verde National Football Team: বিশ্ব ফুটবলে আবারও নতুন ইতিহাস রচিত হল (cape verde vs eswatini)। এই দেশটির জনসংখ্যা মাত্র ৫ লক্ষ। পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র হল কেপ ভার্দে। সেই দেশই এবার কার্যত, ইতিহাস তৈরি করে ফেলেছে বিশ্ব ফুটবলের মানচিত্রে (cape verde qualify for world cup)। 

বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলল কেপ ভার্দে

হয়ত দেশটির নামই অনেকে শোনেননি। তারাই আগামী বছরের ফুটবল বিশ্বকাপে খেলতে নামবে। এসওয়াতিনিকে ৩-০ গোলে হারিয়ে দিয়ে, আসন্ন ২০২৬ সালে অনুষ্ঠিত হতে চলা ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলল কেপ ভার্দে। 

প্রসঙ্গত, আফ্রিকা মহাদেশের বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের খেলায় গ্রুপ ডি-তে আছে কেপ ভার্দে। সেই একই গ্রুপে ক্যামেরুনের মতো শক্তিশালী দলও রয়েছে। সেই ক্যামেরুনকেও গত মাসে হারিয়ে দেয় কেপ ভার্দে। 

ইতিহাস লিখল কেপ ভার্দে

তারপর বাকি দুটি ম্যাচের মাত্র একটি ম্যাচ জিতলেই বিশ্বকাপে তাদের জায়গা পাকা হয়ে যেত। যদিও লিরিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে তারা। আর তারপরেই এসওয়াতিনির বিরুদ্ধে ৩-০ গোলে জয়। দালিওন লিভ্রামেন্তো, উইলি সেমেদো এবং স্তোপিরার গোলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলে কেপ ভার্দে। 

গত ২০১৮ সালে, বিশ্বকাপে খেলা আইসল্যান্ডের পর জনসংখ্যার বিচারে দেখতে গেলে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপে যাচ্ছে ফিফা ক্রমতালিকায় ৭০ নম্বরে থাকা এই দেশটি। সেই ১৯৭৫ সালে পর্তুগালের থেকে স্বাধীনতা পায় ৫ লক্ষ জনসংখ্যার এই দেশটি। সেই দেশের লিগে খেলে মাত্র ১২টি দল। কিন্তু একটু একটু করে ফুটবলে উন্নতি করেছে তারা। 

এমনকি, গত ২০২৩ সালের আফ্রিকা কাপ অফ নেশনসে ঘানাকেও হারিয়ে দেয় তারা। এছাড়া মিশরের বিরুদ্ধে ড্র করে কেপ ভার্দে। শেষপর্যন্ত, অবশ্য কোয়ার্টার ফাইনালে হেরে যায় তারা। এবার সেই দেশই বিশ্বকাপের মঞ্চে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?