Chelsea FC: চেলসিকে প্রথম ট্রফি জেতানোই লক্ষ্য, লিগ কাপ ফাইনালে পৌঁছে বার্তা মরিসিও পচেত্তিনোর

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ভালো জায়গায় নেই চেলসি। তবে ইংলিশ ফুটবল লিগ কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে ব্লুজ। খেতাব থেকে মাত্র এক ধাপ দূরে চেলসি।

প্যারিস সাঁ জা-কে একাধিক ট্রফি জিতিয়েছেন। এবার চেলসিকেও সাফল্য এনে দিতে মরিয়া মরিসিও পচেত্তিনো। মিডলসবরোকে ৬-১ উড়িয়ে ইংলিশ ফুটবল লিগ কাপ ফাইনালে পৌঁছনোর পর এই বার্তা দিয়েছেন পচেত্তিনো। তিনি বলেছেন, ‘আমি এখানে ট্রফি জিততে মরিয়া। আমি প্যারিসে থাকার সময় দেড় বছরে ৩টি ট্রফি জিতেছিলাম। এবার এখানেও ট্রফি জিততে চাই। আমি খেতাব জিততে মরিয়া। ট্রফি জেতা আমাদের জন্য জরুরি। আমরা ফাইনালে ফুলহ্যাম বা লিভারপুলের বিরুদ্ধে খেলব। ২ দলই অসাধারণ। তবে এখন আমি বিশ্বাস করতে পারছি যে আমরা জিততে পারি। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

এফএ কাপেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে চেলসি

Latest Videos

শুক্রবার এফএ কাপের চতুর্থ রাউন্ডে অ্যাস্টন ভিলার মুখোমুখি হচ্ছে চেলসি। তার আগে পচেত্তিনো বলেছেন, ‘আমাদের দলের তরুণ ফুটবলারদের খুব একটা অভিজ্ঞতা নেই। তা সত্ত্বেও ওরা ওয়েম্বলি স্টেডিয়ামে খেলতে যাচ্ছে। আমরা আস্থা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে চাইছি। আমাদের মানসিকতা উন্নত করার চেষ্টা করে চলেছি। আমাদের ক্লাবের মানসিকতা অসাধারণ। ট্রফি জয়ই আমাদের ক্লাবের সংস্কৃতি। তবে আমাদের দলের বেশিরভাগ ফুটবলারই নতুন। আমাদের পরস্পরের উপর আস্থা গড়ে তুলতে হবে। ওয়েম্বলিতে ফাইনাল খেলার জন্য আমাদের তৈরি হতে হবে।’

মিডলসবরোর বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স চেলসির

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে মিডলসবরোর বিরুদ্ধে ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত দাপট দেখাল চেলসি। ১৫ মিনিটে জনি হাউসনের আত্মঘাতী গোলে প্রথম ধাক্কা খায় মিডলসবরো। ২৯ মিনিটে চেলসির হয়ে ব্যবধান বাড়ান এনজো ফার্নান্ডেজ। ৩৬ মিনিটে ব্যবধান বাড়ান অ্যাক্সেল ডিসাসি। ৪২ মিনিটে চেলসির হয়ে চতুর্থ গোল করেন কোল পামার। তিনিই ৭৭ মিনিটে ব্যবধান বাড়ান। ৮১ মিনিটে চেলসির হয়ে ষষ্ঠ গোল করেন ননি ম্যাডুয়েকে। ৮৮ মিনিটে মিডলসবরোর হয়ে একমাত্র গোল করেন মরগ্যান রজার্স।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Cristiano Ronaldo-Lionel Messi: 'বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে পুরস্কার,' রোনাল্ডোর মন্তব্যে বিতর্ক

FIFA Awards 2023: হাল্যান্ড-এমবাপেকে হারিয়ে ফের বর্ষসেরা মেসি, মহিলাদের সেরা আইতানা

Real Madrid Vs Barcelona: ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিক, বার্সেলোনাকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?