Copa America 2024: রাত পোহালেই কোপা আমেরিকায় মেসিদের ম্যাচ, কীভাবে দেখা যাবে খেলা?

Published : Jun 20, 2024, 02:49 PM ISTUpdated : Jun 20, 2024, 04:00 PM IST
After win Copa America, Messi shared the joy with his family by video call, pictures goes viral spb

সংক্ষিপ্ত

ভারতে ফুটবলপ্রেমীদের এখন রাতে ঘুম নেই। শুক্রবার থেকে সকালেও ঘুম থাকছে না। সবাই রাত জেগে ইউরো কাপ দেখছেন। এরই মধ্যে শুক্রবার ভোরবেলা থেকে শুরু হয়ে যাচ্ছে কোপা আমেরিকা।

বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ইউরো কাপের ম্যাচ দেখার পর শুক্রবার আবার ভোরবেলা উঠে পড়তে হবে। কারণ, শুক্রবার ভোরে ভারতীয় সময় অনুযায়ী সাড়ে পাঁচটায় শুরু হচ্ছে কোপা আমেরিকা। প্রথম ম্যাচে কানাডার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের বিরুদ্ধে আলফন্সো ডেভিসরা কতটা লড়াই করতে পারেন, সেদিকে সারা বিশ্বের মতো বাংলার ফুটবলপ্রেমীদেরও নজর থাকবে। বিশ্বকাপ জেতার পর এবার কোপা আমেরিকা খেতাব ধরে রাখার লক্ষ্যে আর্জেন্টিনা। গতবার কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলকে হারিয়ে দেন মেসিরা। তাঁরা যেখানে গতবারের কোপা শেষ করেছিলেন, সেখান থেকেই এবার শুরু করতে চান।

কীভাবে সরাসরি দেখা যাবে কোপা আমেরিকা?

ফুটবলপ্রেমীদের জন্য খারাপ খবর হল, ভারতে সরাসরি কোপা আমেরিকা দেখানোর ব্যবস্থা করা হয়নি। কয়েকদিন আগে পর্যন্ত শোনা যাচ্ছিল ফ্যানকোড অ্যাপে লাইভ স্ট্রিমিং হবে। কিন্তু এই অ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, কোপা আমেরিকা দেখানো হচ্ছে না। ফলে মেসিদের প্রথম ম্যাচের কয়েক ঘণ্টা আগে পর্যন্ত ফুটবলপ্রেমীরা সংশয়ে। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। কিন্তু ভারতে যদি এই টুর্নামেন্ট সম্প্রচার না করা হয়, তাহলে ফুটবলপ্রেমীদেরই বঞ্চিত করা হবে।

ফেভারিট হিসেবে খেলতে নামছে আর্জেন্টিনা

এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনা ছাড়া অন্য কোনও দলকে ট্রফি জেতার দাবিদার হিসেবে দেখা যাচ্ছে না। ব্রাজিল দলের অবস্থা ছন্নছাড়া। উরুগুয়ের বর্তমান দল খুব একটা শক্তিশালী নয়। চিলি, কলম্বিয়া, বলিভিয়ার মতো দলগুলিও চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার নয়। মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডিরাই ফের চ্যাম্পিয়ন হবেন বলে আশায় সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। কানাডা দলের সেরা ভরসা আলফন্সো ডেভিস। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ডেভিসের বিরুদ্ধে খেলেছেন মেসি। এবার কোপা আমেরিকাতেও তাঁদের লড়াই দেখা যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

UEFA EURO 2024: ঝলসে উঠলেন 'আলপাইন মেসি', স্কটল্যান্ডের বিরুদ্ধে হার বাঁচাল সুইৎজারল্যান্ড

Germany Vs Hungary: ফের নায়ক জামাল মুসিয়ালা, ইউরো কাপের নক-আউটে জার্মানি

UEFA Euro 2024: আত্মঘাতী গোলের লজ্জা ঢাকলেন দলকে বাঁচিয়ে, আলবানিয়ার নায়ক ক্লাউস গাসুলা

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?