Germany Vs Hungary: ফের নায়ক জামাল মুসিয়ালা, ইউরো কাপের নক-আউটে জার্মানি

এবারের ইউরো কাপে অন্যতম শক্তিশালী দল জার্মানি। দেশের মাটিতে এই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন জামাল মুসিয়ালা, ইলকে গুন্ডোগানরা।

হাঙ্গেরিকে সহজেই ২-০ হারিয়ে এবারের ইউরো কাপের নক-আউটে পৌঁছে গেল জার্মানি। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ৫-১ উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও সহজ জয় পেলেন ম্যানুয়েল ন্যুয়েররা। হাঙ্গেরির বিরুদ্ধে গোল করলেন জামাল মুসিয়ালা ও ইলকে গুন্ডোগান। লড়াই করার চেষ্টা করছিল হাঙ্গেরি। কিন্তু ১৯৫৪ সালের বিশ্বকাপ ফাইনালের মতো এবারও জয় পেল জার্মানিই। বুধবারের ম্যাচে ২২ মিনিটে প্রথম গোল করে জার্মানিকে এগিয়ে দেন জামাল মুসিয়ালা। ৬৭ মিনিটে দ্বিতীয় গোল করেন ইলকে গুন্ডোগান। ম্যাচের শেষদিকে গোলের সহজ সুযোগ পেয়েছিল হাঙ্গেরি। কিন্তু গোললাইন সেভ করে দেন জশুয়া কিমিচ। ফলে সহজ জয় পেল জার্মানি।

ইউরো কাপ মাতাচ্ছেন মুসিয়ালা

Latest Videos

এবারের ইউরো কাপে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন জার্মানির তরুণ উইঙ্গার মুসিয়ালা। হাঙ্গেরির বিরুদ্ধেও তিনিই জার্মানির অন্যতম নায়ক। ২২ মিনিটে অসাধারণ গোল করে জার্মানিকে এগিয়ে দেন মুসিয়ালা। বক্সের মধ্যে বিপক্ষের ডিফেন্ডারদের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে মুসিয়ালাকে বাড়িয়ে দেন গুন্ডোগান। মুসিলায়ার শট জালে জড়িয়ে যায়। এরপর প্রথমার্ধে আর গোল হয়নি। একাধিক সহজ সুযোগ পেলেও, গোল করতে ব্যর্থ হয় হাঙ্গেরি। এরপর ৬৭ মিনিটে ম্যাক্সিমিলিয়ান মিতেলস্ট্যাডটের মাপা মাইনাস থেকে দুর্দান্ত প্লেসিংয়ে জালে বল জড়িয়ে দেন গুন্ডোগান

হাঙ্গেরির বিরুদ্ধে জয়ের খরা কাটাল জার্মানি

বুধবারের ম্যাচের আগে হাঙ্গেরির বিরুদ্ধে গত ৩ ম্যাচে জয় পায়নি জার্মানি। ২০২২ সালের সেপ্টেম্বরে জার্মানিকে ১-০ হারিয়ে দেয় হাঙ্গেরি। গত ইউরো কাপেও একই গ্রুপে ছিল জার্মানি ও হাঙ্গেরি। সেই ম্যাচে ২ বার এগিয়ে গিয়েছিল হাঙ্গেরি। তবে ২ বারই ম্যাচে ফেরে জার্মানি। ১৯৫৪ সালের বিশ্বকাপ ফাইনালে হাঙ্গেরিকে ৩-২ হারিয়ে দেয় পশ্চিম জার্মানি। সেই ম্যাচ ফুটবলের ইতিহাসে অন্যতম স্মরণীয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

UEFA Euro 2024: আত্মঘাতী গোলের লজ্জা ঢাকলেন দলকে বাঁচিয়ে, আলবানিয়ার নায়ক ক্লাউস গাসুলা

Serbia Vs England: চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার, প্রথম ম্যাচেই বোঝাল ইংল্যান্ড

UEFA EURO 2024: ক্রিশ্চিয়ান এরিকসেনের স্বপ্নের প্রত্যাবর্তনেও জয় অধরা ডেনমার্কের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today
চলন্ত বাসে দুঃসাহসিক ছিন্তাই! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় | South 24 Parganas News Today
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech