সংক্ষিপ্ত

এবারই শেষ ইউরো কাপ খেলছেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি লুকা মডরিচ। কঠিন গ্রুপ থেকে দলকে নক-আউটে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন রিয়াল মাদ্রিদের হয়ে সদ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই মিডফিল্ডার।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অসাধারণ লড়াই করে ২-২ ড্র করল আলবানিয়া। ম্যাচের শেষদিকে আত্মঘাতী গোল করার পর শেষমুহূর্তে সমতা ফিরিয়ে আলবানিয়ার নায়ক হয়ে গেলে ক্লাউস গাসুলা। এদিন ড্র করার ফলে অঙ্কের বিচারে এবারের ইউরো কাপে নক-আউট পর্যায়ের যোগ্যতা অর্জনের আশা টিকে রইল আলবানিয়ার। প্রথম ম্যাচে ইতালির বিরুদ্ধে লড়াই করে হেরে যায় আলবানিয়া। এবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ড্র করল ইউরোপের ফুটবলে অনামী এই দল। দুই ম্যাচেই আলবানিয়ার অখ্যাত ফুটবলারদের চমকপ্রদ লড়াই সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের নজর কেড়ে নিল। গ্রুপের শেষ ম্যাচে স্পেনের মুখোমুখি হচ্ছে আলবানিয়া। সেই ম্যাচে জয় পেলে তারা নক-আউটের যোগ্যতা অর্জন করতে পারে। তবে তার আগে স্পেন-ইতালি ম্যাচ রয়েছে। সেই ম্যাচের ফল গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্রোয়েশিয়া-ইতালি ম্যাচের দিকেও তাকিয়ে থাকবে আলবানিয়া।

দাপট দেখিয়েও জয় হাতছাড়া ক্রোয়েশিয়ার

চলতি ইউরো কাপে এখনও পর্যন্ত কোনও ম্যাচেই জয় পেল না ক্রোয়েশিয়া। প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে ০-৩ হারের পর বুধবার আলবানিয়ার বিরুদ্ধেও জয় পেলেন না লুকা মডরিচরা। এদিন ম্যাচের ১১ মিনিটে প্রথম গোল করে আলবানিয়াকে এগিয়ে দেন লাজিম লাসি। প্রথমার্ধের শেষে ১-০ এগিয়ছিল আলবানিয়া। শেষদিকে নাটকীয় ঘটনা দেখা যায়। ৭৪ মিনিটে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান আন্দ্রেজ ক্রামারিচ। এরপর ৭৬ মিনিটে আত্মঘাতী গোল করেন গাসুলা। তিনিই আবার সংযোজিত সময়ে গোল করে আলবানিয়াকে চলতি ইউরো কাপে প্রথম পয়েন্ট এনে দেন।

ইউরো কাপে নতুন নজির গাসুলার

ইউরো কাপের ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে একই ম্যাচে আত্মঘাতী গোল ও নিজের দলের হয়ে গোল করার নজির গড়লেন গাসুলা। ১৯৭৬ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই নজির গড়েন তৎকালীন চেকোস্লোভাকিয়ার অ্যান্টন অন্ড্রাস। ৪৮ বছর পর ইউরো কাপে ফের এই ঘটনা দেখা গেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Serbia Vs England: চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার, প্রথম ম্যাচেই বোঝাল ইংল্যান্ড

UEFA EURO 2024: ক্রিশ্চিয়ান এরিকসেনের স্বপ্নের প্রত্যাবর্তনেও জয় অধরা ডেনমার্কের

UEFA Euro 2024: গাকপো-উইঘর্স্টের গোলে পোল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় নেদারল্যান্ডসের