সংক্ষিপ্ত

ইউরোপের ফুটবলে মাঝারি মানের দল হলেও, লড়াই করে সুইৎজারল্যান্ড। চলতি ইউরো কাপেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন জার্দান শাকিরিরা। নক-আউটের যোগ্যতা অর্জন করার পথে সুইসরা।

কোপা আমেরিকা এখনও শুরু হয়নি। লিওনেল মেসির মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। তবে তার আগেই ইউরো কাপে ‘আলপাইন মেসি’ জার্দান শাকিরির বাঁ পায়ের ঝলক দেখা গেল। শাকিরির জন্যই স্কটল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ড্র করতে সক্ষম হল সুইৎজারল্যান্ড। এই ম্যাচে পয়েন্ট পাওয়ার সুবাদে গ্রুপ এ-তে ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সুইসরা। গ্রুপের শেষ ম্যাচে জার্মানির বিরুদ্ধে হেরেও নক-আউটের যোগ্যতা অর্জন করতে পারে সুইৎজারল্যান্ড। তবে সেক্ষেত্রে হাঙ্গেরির বিরুদ্ধে স্কটল্যান্ডের বড় ব্যবধানে জয় পেলে চলবে না। অবশ্য গোলপার্থক্যে অনেক পিছিয়ে স্কটল্যান্ড। ফলে নক-আউটের যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় সুইসরা।

পিছিয়ে পড়েও ড্র সুইৎজারল্যান্ডের

স্কটল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচের ১৩ মিনিটেই পিছিয়ে পড়ে সুইৎজারল্যান্ড। স্কট ম্যাকটমিনের গোলে এগিয়ে যায় স্কটল্যান্ড। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি স্কটিশরা। ২৬ মিনিটেই সমতা ফেরায় সুইসরা। অসাধারণ গোল করেন শাকিরি। এরপর এই ম্যাচে আর গোল হয়নি।

প্রথমবার নক-আউটের যোগ্যতা অর্জন করতে পারবে স্কটল্যান্ড?

এবারের ইউরো কাপের প্রথম ম্যাচে আয়োজক দেশ জার্মানির বিরুদ্ধে ১-৫ বিধ্বস্ত হয় স্কটল্যান্ড। কিন্তু সুইসদের বিরুদ্ধে অনেক ভালো পারফরম্যান্স দেখাল স্কটিশরা। শেষ ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে জয় পেলে নক-আউটের যোগ্যতা অর্জন করতে পারে স্কটল্যান্ড। গ্রুপে তৃতীয় হলেও, প্রথমবার ইউরো কাপের নক-আউটে দেখা যেতে পারে স্কটিশদের। ইউরো কাপের নিয়ম অনুযায়ী, ৬টি গ্রুপ থেকে ২টি করে দল প্রি-কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করে। এছাড়া সব গ্রুপ মিলিয়ে সেরা ৪টি দলও প্রি-কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করে। এই নিয়ম অনুযায়ী গ্রুপ এ থেকে জার্মানির পাশাপাশি সুইৎজারল্যান্ড ও স্কটল্যান্ডও নক-আউটের যোগ্যতা অর্জন করতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Germany Vs Hungary: ফের নায়ক জামাল মুসিয়ালা, ইউরো কাপের নক-আউটে জার্মানি

UEFA Euro 2024: আত্মঘাতী গোলের লজ্জা ঢাকলেন দলকে বাঁচিয়ে, আলবানিয়ার নায়ক ক্লাউস গাসুলা

Serbia Vs England: চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার, প্রথম ম্যাচেই বোঝাল ইংল্যান্ড