Copa America 2024 Argentina Vs Canada Updates: কানাডার বিরুদ্ধে ২-০ জয় আর্জেন্টিনার

এবারের কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। গতবারের চ্যাম্পিয়নরা এবারও ফেভারিট হিসেবেই খেলছে। খেতাব ধরে রাখাই লিওনেল মেসিদের লক্ষ্য।

# সহজ জয় দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার ব্রাজিলের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা।

# আর্জেন্টিনা-কানাডা ম্যাচ শেষ। ২-০ জয় পেলেন লিওনেল মেসিরা।

Latest Videos

# ৮৮ মিনিটে ব্যবধান বাড়ালেন লটারো মার্টিনেজ। ২-০ এগিয়ে আর্জেন্টিনা।

# ৮৬ মিনিটে ভালো জায়গায় বল পেয়েছিলেন নিকোলাস ওটামেন্ডি। কিন্তু তাঁর শট বারের উপর দিয়ে উড়ে গেল।

# উঠে দাঁড়িয়েছেন লিওনেল মেসি। তাঁর চোট গুরুতর নয়।

# ৮৩ মিনিটে চোট পেয়েছেন লিওনেল মেসি। মাঠেই তাঁর চিকিৎসা চলছে।

# ৭৯ মিনিটে দারুণ জায়গায় বল পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু কানাডার বক্সের মধ্যে থেকে মেসির শট অল্পের জন্য বাইরে চলে গেল।

# ৭৭ মিনিটে লিয়ান্দ্রো প্যারেডেসের পরিবর্তে মাঠে নামলেন নিকোলাস ওটামেন্ডি।

# ৭৫ মিনিট পেরিয়ে গেল ম্যাচ। এখনও ১-০ এগিয়ে আর্জেন্টিনা।

# ৭০ মিনিটে আর্জেন্টিনার বক্সে পড়ে যান জ্যাকব শ্যাফেলবার্গ। পেনাল্টির আবেদন জানায় কানাডা। তবে ভিএআর-এর সাহায্য নিয়ে রেফারি জানান, ফাউল হয়নি।

# লিওনেল মেসির মতোই অ্যাঞ্জেল ডি মারিয়াও শেষবার কোপা আমেরিকায় খেলছেন।

# ৬৮ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার পরিবর্তে মাঠে নামলেন জিওভানি লো সেলসো।

# ৬৬ মিনিটে কানাডার বক্সে বল পেয়ে শট নেন লিওনেল মেসি। তবে ঠিকমতো শট হয়নি। ফলে ব্যবধান বাড়াতে পারল না আর্জেন্টিনা।

# ৬১ মিনিটে বিপজ্জনক ফাউল করায় হলুদ কার্ড দেখলেন আর্জেন্টিনার রডরিগো ডে পল।

# দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কানাডাকে চেপে ধরেছে আর্জেন্টিনা। যে কোনও সময় ব্যবধান বাড়তে পারে।

# ৫৭ মিনিটে কর্নার কিক পায় আর্জেন্টিনা। কিন্তু লিওনেল মেসির কর্নার কিক থেকে গোলের সুযোগ তৈরি হল না।

# ৫৫ মিনিটে কানাডার বক্সের বাইরে থেকে শট নেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে তাঁর শট বারের উপর দিয়ে উড়ে গেল। ফলে ব্যবধান বাড়াতে পারল না আর্জেন্টিনা।

# প্রথম গোলের পরেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। তবে ৫০ মিনিটের মাথায় জুলিয়ান আলভারেজের শট সেভ করে দেন কানাডার গোলকিপার ম্যাক্সিম ক্রেপেউ।

# ৪৯ মিনিটে গোল জুলিয়ান আলভারেজের। ১-০ এগিয়ে গেল আর্জেন্টিনা।

# দ্বিতীয়ার্ধের খেলা শুরু। দ্রুত গোল পাওয়ার লক্ষ্যে আর্জেন্টিনা।

# প্রথমার্ধে আর্জেন্টিনার বিরুদ্ধে যথেষ্ট লড়াই করল কানাডা। গোলের সহজ সুযোগ বেশি পেয়েছেন আলফন্সো ডেভিসরাই। দ্বিতীয়ার্ধে আরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে আর্জেন্টিনাকে।

# আর্জেন্টিনা-কানাডা ম্যাচের প্রথমার্ধ শেষ। এখনও গোলশূন্য ম্যাচ।

# ৪৩ মিনিটে সহজ সুযোগ নষ্ট করলেন কানাডার অধিনায়ক আলফন্সো ডেভিস। তাঁর শট বারের উপর দিয়ে উড়ে গেল।

# ৪১ মিনিটে দূরপাল্লার পাস বাড়ান লিওনেল মেসি। কিন্তু তাঁর কোনও সতীর্থই সেই বল পেলেন না।

# ৩৯ মিনিটে কানাডার বক্সে দুরন্ত হেড করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। কিন্তু সেই হেড সেভ করে দেন কানাডার গোলকিপার ম্যাক্সিম ক্রেপেউ। ফলে গোল পেল না আর্জেন্টিনা।

# আক্রমণে একা হয়ে পড়ছেন লিওনেল মেসি। ৩৭ মিনিটে একক দৌড়ে কানাডার রক্ষণকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করেন মেসি। কিন্তু তাঁকে আটকে দেন কানাডার ডিফেন্ডাররা।

# পরপর কর্নার কিক পেয়েও কাজে লাগাতে পারছে না আর্জেন্টিনা। ৩৬ মিনিটে লিওনেল মেসির কর্নার কিক থেকেও দানা বাঁধল না আক্রমণ।

# শুরুতে গুটিয়ে থাকলেও, ম্যাচ যত এগোচ্ছে ততই আক্রমণে ঝাঁপিয়ে পড়ছে কানাডা। ফলে পরীক্ষার মুখে পড়ছে আর্জেন্টিনার রক্ষণ।

# ৩০ মিনিটে সহজ সুযোগ পেয়ে গিয়েছিল কানাডা। আর্জেন্টিনার বক্সে ফাঁকায় বল পান ট্যাজন বুকানন। তবে তাঁর শট তিনকাঠির মধ্যে থাকেনি। ফলে হাঁফ ছেড়ে বাঁচে আর্জেন্টিনা শিবির।

# বলের দখল বেশিরভাগ সময় আর্জেন্টিনার পক্ষেই থাকছে। কিন্তু এখনও কানাডার রক্ষণে ফাটল ধরাতে পারেননি লিওনেল মেসিরা।

# আলফন্সো ডেভিসের ফ্রি-কিক আর্জেন্টিনার ফুটবলারদের তৈরি মানব প্রাচীরে ধাক্কা খেয়ে ফিরে আসে। ফিরতি বল পেয়ে শট নেন লিয়াম মিলার। তবে আর্জেন্টিনার ফুটবলাররা সেই শট ব্লক করে দেন। ফলে কোনও বিপদ হয়নি।

# ২২ মিনিটে ফাউল করলেন মার্কোস অ্যাকুনা। ভালো জায়গায় ফ্রি-কিক পেয়েছে কানাডা।

# ২১ মিনিটে ফাঁকায় বল পেয়েও কোনও সতীর্থকে দিতে ব্যর্থ হলেন রডরিগো ডে পল। ফলে সুযোগ নষ্ট করল আর্জেন্টিনা।

# ১৮ মিনিটে কানাডার বক্সে বল পেয়ে জোরালো শট লিওনেল মেসির। তবে কানাডার ডিফেন্ডাররা সেই শট ব্লক করে দিয়েছেন।

# কানাডার ভরসা অধিনায়ক আলফন্সো ডেভিস। অনামী ফুটবলারদের নিয়েই লড়াই করার লক্ষ্যে কানাডা।

# আর্জেন্টিনার হয়ে খেলছেন- এমিলিয়ানো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, রডরিগো ডে পল, লিয়ান্দ্রো প্যারেডেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা ভারতে কোনও টেলিভিশন চ্যানেলে দেখানো হচ্ছে না। এমনকী, কোনও মোবাইল অ্যাপেও ম্যাচ দেখা যাচ্ছে না। উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির খেলা দেখার জন্য অনেকেই ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছেন। কিন্তু তাঁদের হতাশ হতে হচ্ছে। তবে সরাসরি ম্যাচ দেখা না গেলেও, ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে ম্যাচের যাবতীয় খবর দেওয়ার ব্যবস্থা করছে এশিয়ানেট নিউজ বাংলা। এখানেই আর্জেন্টিনা-কানাডা ম্যাচের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যাবে। ফলে এখানে চোখ রাখলেই সব খবর পাওয়া যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today