Spain Vs Italy: ফিরল তিকিতাকার ছন্দ, ইতালিকে হারিয়ে ইউরো কাপের নক-আউটে স্পেন

Published : Jun 21, 2024, 02:24 AM ISTUpdated : Jun 21, 2024, 02:50 AM IST
Spain

সংক্ষিপ্ত

বিশ্ব ফুটবলে রক্ষণের জন্য বিখ্যাত ইতালি। কিন্তু বর্তমান ইতালি দলের সবচেয়ে বড় সমস্যা রক্ষণ! গতবারের ইউরো কাপ চ্যাম্পিয়নদের এবারের দল একেবারেই দুর্বল।

গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে ১-০ হারিয়ে চলতি ইউরো কাপের নক-আউটে পৌঁছে গেল স্পেন। ৫৫ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ইতালির ডিফেন্ডার রিকার্ডো ক্যালাফিওরি। এই গোল না হলে অবশ্য ম্যাচের ফল কী হত বলা কঠিন। কারণ, সারা ম্যাচে দাপট দেখালেও, গোলমুখে গিয়ে বারবার আটকে গেল স্পেন। অসাধারণ লড়াই করলেন ইতালির গোলকিপার জিয়ানলুইগি দোন্নারুম্মা। তিনি একাধিক নিশ্চিত গোল বাঁচালেন। না হলে হয়তো ৩-৪ গোলে জিততে পারত স্পেন। বারও বাধা হয়ে দাঁড়ায়। যোগ্য দল হিসেবেই জয় পেল স্পেন। এই জয়ের ফলে  ২ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র শীর্ষে থেকেই নক-আউট পর্বের যোগ্যতা অর্জন করল স্পেন। ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপে দ্বিতীয় স্থানে ইতালি। শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে না হারলে ইতালিও নক-আউটের যোগ্যতা অর্জন করবে।

স্প্যানিশ ফুটবলের পুরনো ঝলক

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সারা বিশ্বকে মাতিয়ে রেখেছিল স্পেনের তিকিতাকা ফুটবল। জাভি হার্নান্ডেজ, আন্দ্রে ইনিয়েস্তারা সেই সময় সবুজ ঘাসে বল নিয়ে নিখুঁত শিল্পকর্মের প্রদর্শনী করতেন। কিন্তু গত কয়েক বছরে স্প্যানিশ ফুটবলের সেই সৌন্দর্য উধাও হয়ে গিয়েছিল। তবে বর্তমান স্পেন দল সেই পুরনো ছন্দ ফিরে পেয়েছে। নিকোলাস উইলিয়াম, আলভারো মোরাতা, পেড্রিরা অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। ইউরোপ তথা বিশ্ব ফুটবলের অন্যতম বড় শক্তি ইতালিকে যেভাবে পর্যুদস্ত করল স্পেন, তারপর তারা যে এবারের ইউরো কাপ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার, সে বিষয়ে কারও সন্দেহ থাকার কথা নয়।

ইতালির ফুটবলের পতন

পাওলো মালদিনি, ফ্যাবিও ক্যানাভারোদের উত্তরসূরিরা রক্ষণে একের পর এক ভুল করে গেলেন। ইতালির ডিফেন্ডাররা বক্সের আশেপাশে ক্রমাগত মিস পাস করে চলেছেন, এই দৃশ্য দেখে ফুটবলপ্রেমীরা চমকে উঠছেন। ইতালির রক্ষণে জমাট ভাব উধাও। নক-আউটের যোগ্যতা অর্জন করতে পারলেও, অনেকদূর এগোতে হলে ইতালির রক্ষণ মেরামত করতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Denmark Vs England: ড্যানিশ ডিনামাইটে ঠোক্কর খেয়েও নক-আউটে কার্যত নিশ্চিত ইংল্যান্ড

UEFA EURO 2024: শেষমুহূর্তে গোল হজম করে স্লোভেনিয়ার স্বপ্নভঙ্গ, প্রায় শেষ নক-আউটের আশা

UEFA EURO 2024: ঝলসে উঠলেন 'আলপাইন মেসি', স্কটল্যান্ডের বিরুদ্ধে হার বাঁচাল সুইৎজারল্যান্ড

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে