কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখাল ব্রাজিল। নেইমার দলে না থাকলেও, ব্রাজিলকে ভরসা দিলেন ভিনিসিয়াস জুনিয়র, রডরিগোরা।
কোপা আমেরিকায় প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করল ব্রাজিল। সারাক্ষণ ম্যাচের উপর নিয়ন্ত্রণ বজায় রাখলেও, গোল পেলেন না ভিনিসিয়াস জুনিয়র, রডরিগোরা। ৩০ মিনিটে রডরিগোর ফ্রি-কিক থেকে গোল করেছিলেন মার্কুইনহোস। কিন্তু ভিএআর-এর সাহায্য নিয়ে অফসাইডের জন্য সেই গোল বাতিল করে দেন রেফারি। এরপর একাধিক সুযোগ পেলেও, জালে বল জড়াতে পারেননি ব্রাজিলের ফুটবলাররা। কোস্টারিকা বেশিরভাগ সময়ই ব্রাজিলের আক্রমণ সামাল দিয়ে গেল। সেই কাজে তারা সফল। এই কারণে ম্যাচ শেষ হওয়ার পর কোস্টারিকার ফুটবলারদের উচ্ছ্বসিত হয়ে উঠতে দেখা গেল। অন্যদিকে, হতাশ হয়ে মাঠ ছাড়লেন ব্রাজিলের ফুটবলাররা। গ্রুপ ডি-তে আপাতত কলম্বিয়ার পিছনে দ্বিতীয় স্থানে ব্রাজিল। গ্রুপের পরবর্তী ম্যাচগুলিতে কলম্বিয়া ও প্যারাগুয়ের বিরুদ্ধে খেলতে হবে ব্রাজিলকে। নক-আউটের যোগ্যতা অর্জন করতে হলে গোলখরা কাটাতেই হবে। কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচে বারবার ব্রাজিলের আক্রমণে ভেদশক্তির অভাব দেখা গিয়েছে। এই দুর্বলতা কাটাতে না পারলে জয় পাবে না ব্রাজিল।
গ্যালারিতে বসে ম্যাচ দেখলেন নেইমার
চোটের জন্য কোস্টারিকার বিরুদ্ধে ব্রাজিলের প্রথম একাদশ তো বটেই, এমনকী রিজার্ভ বেঞ্চেও ছিলেন না নেইমার জুনিয়র। তিনি গ্যালারিতে বসে সতীর্থদের লড়াই দেখলেন। এদিন ভালো পারফরম্যান্স দেখালেন ভিনিসিয়াস জুনিয়র, রডরিগোরা। কিন্তু গোলমুখে আরও তৎপর হতে হবে। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় সতীর্থদের কাছ থেকে ভিনিসিয়াস জুনিয়র ও রডরিগো যে সাহায্য পান, জাতীয় দলের হয়ে খেলার সময় সেই সাহায্য পাচ্ছেন না। এর ফলে তাঁরা সমস্যায় পড়ছেন। তাঁদের নিজেদেরই গোলের জন্য বল সাজিয়ে নিতে হবে।
নজর কাড়লেন কোস্টারিকার গোলকিপার
এদিন কোস্টারিকার গোলকিপার প্যাট্রিক সিকুয়েইরা একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। না হলে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত ব্রাজিল। জোয়েল ক্যাম্পবেল ছাড়া কোস্টারিকা দলে কোনও সিনিয়র ফুটবলার নেই। জুনিয়র ফুটবলাররাই ব্রাজিলের বিরুদ্ধে দারুণ লড়াই করলেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Copa America 2024: রিজার্ভ বেঞ্চে সুয়ারেজ, পানামার বিরুদ্ধে সহজ জয়ে কোপা আমেরিকা শুরু উরুগুয়ের