Copa America 2024 Chile Vs Argentina: শেষমুহূর্তে গোল লাউতারো মার্টিনেজের, চিলির বাধা টপকে দ্বিতীয় জয় আর্জেন্টিনার

Published : Jun 26, 2024, 08:32 AM ISTUpdated : Jun 26, 2024, 08:59 AM IST
Lautaro Martinez

সংক্ষিপ্ত

কোপা আমেরিকায় বেশিরভাগ দলই অত্যন্ত শক্তিশালী। তাদের অন্যতম চিলি। আর্জেন্টিনা গতবারের চ্যাম্পিয়ন হলেও, বুধবার চিলির বিরুদ্ধে কঠিন লড়াইয়ের মুখে পড়ল।

কানাডার পর চিলি, চলতি কোপা আমেরিকায় টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল আর্জেন্টিনা। বুধবার চিলির বিরুদ্ধে কঠিন লড়াই ছিল গতবারের চ্যাম্পিয়নদের। তবে ৮৮ মিনিটে পরিবর্ত ফুটবলার লাউতারো মার্টিনেজের গোলে সেই লড়াইয়ে ১-০ জয় পেল আর্জেন্টিনা। এই জয়ের ফলে গ্রুপ এ-র শীর্ষে থেকে নক-আউটের যোগ্যতা অর্জন নিশ্চিত করে ফেলল আর্জেন্টিনা। ২ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে কানাডা, চিলি ও পেরুকে পিছনে ফেলে দিয়েছেন লিওনেল মেসিরা। ২ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে কানাডা। ২ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চিলি। ২ ম্যাচ খেলে ১ পয়েন্ট পেয়েছে পেরু। ফলে গ্রুপে দ্বিতীয় স্থান পাওয়ার ক্ষেত্রে কানাডা-চিলি ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে গেল। এই ম্যাচে ড্র করলেই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নক-আউটের যোগ্যতা অর্জন করবে কানাডা। আর্জেন্টিনা-পেরু ম্যাচ নিয়মরক্ষার হয়ে গেল।

জন্মদিনের উপহার পেলেন মেসি

সদ্য জন্মদিন কাটিয়েছেন মেসি। সারা বিশ্বে ছড়িয়ে থাকা অনুরাগীরা এই বিশেষ দিন পালন করেছেন। এরপর চিলির বিরুদ্ধে মেসির পারফরম্যান্সের দিকে তাকিয়েছিল সারা বিশ্ব। এদিন সেরা ফর্মে ছিলেন না আর্জেন্টিনার অধিনায়ক। তবে তাতে তাঁর দলের জয় পেতে সমস্যা হল না। মেসিকে জন্মদিনের উপহার দিলেন সতীর্থরা।

চিলির বিরুদ্ধে দাপট দেখিয়ে জয় আর্জেন্টিনার

কোপা আমেরিকায় বরাবরই আর্জেন্টিনার কঠিন প্রতিপক্ষ চিলি। ২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছেই টাইব্রেকারে হেরে যান মেসিরা। বুধবারের ম্যাচে আর্জেন্টিনার বল পজেশন, গোলে শট অনেক বেশি ছিল। কিন্তু চিলির গোলকিপার ক্লদিও ব্র্যাভোর অসাধারণ পারফরম্যান্সের ফলে মেসিদের গোলসংখ্যা বাড়ল না। তবে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট পাওয়ায় স্বস্তিতে আর্জেন্টিনা শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Copa America 2024 Chile Vs Argentina Updates: লাউতারো মার্টিনেজের গোলে চিলিকে হারিয়ে কোপা আমেরিকার নক-আউটে নিশ্চিত আর্জেন্টিনা

Copa America 2024 Brazil Vs Costa Rica: গ্যালারিতে বসে ম্যাচ দেখলেন নেইমার, কোস্টারিকার সঙ্গে ড্র ব্রাজিলের

Lionel Messi Birthday: ছোটবেলার প্রেম আন্তোনেলার সঙ্গেই বিচ্ছেদ হয়েছিল! মেসির জন্মদিনে গোপন কথা প্রকাশ্যে

PREV
click me!

Recommended Stories

Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?
সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের