আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই কোপা আমেরিকা প্রতিযোগিতার ফাইনাল। চলতি কোপায় এখনও অপরাজিত রয়েছে আর্জেন্টিনা (Argentina)। যে দলের অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)।
আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই কোপা আমেরিকা প্রতিযোগিতার ফাইনাল। চলতি কোপায় এখনও অপরাজিত রয়েছে আর্জেন্টিনা (Argentina)। যে দলের অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)।
সেইভাবে ফর্মে না থাকলেও, একটি ম্যাচেও জিততে অসুবিধা হয়নি নীল-সাদা ব্রিগেডের। ফের কোপা আমেরিকা (Copa America 2024) জেতার একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে আর্জেন্টিনা। কার্যত, সুবর্ণ সুযোগ রয়েছে তাদের সামনে।
যদিও ফাইনালে যে কলম্বিয়া কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে, সেই কথা বলাই বাহুল্য। কিন্তু সবথেকে বড় বিষয় হল যে, মেসি গোলে ফিরে এসেছেন। যা স্কালোনিকে অনেক বেশি আশ্বস্ত করবে। সেমিফাইনালে কানাডার বিরুদ্ধে গোল পেয়েছেন ‘এলএম১০’। অন্যদিকে, দুরন্ত ফর্মে আছেন কলম্বিয়ার জেমস রড্রিগেজও।
দশজনে খেলেও উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছেন তারা। ফলে, নিঃসন্দেহে ফাইনালের (Final) লড়াই যথেষ্ট কঠিন। এদিকে মেসি (Messi) জানিয়েছেন, “আমরা উরুগুয়ে বনাম কলম্বিয়া ম্যাচটি দেখেছি। ফাইনাল যে কঠিন হবে, সেটা আমরা সবাই জানি। কলম্বিয়া বহুদিন হল কোনও ম্যাচেই হারেনি। ওদের দলে খুব ভালোমানের ফুটবলার আছে। আক্রমণভাগ যেমন শক্তিশালী, তেমনই দ্রুতগতির প্লেয়ারও আছে। যাই হোক না কেন, এটা ফাইনাল।”
প্রসঙ্গত, আগের কোপা জিতেছেন মেসিরা। শুধু তাই নয়, গত ২০২২ সালের বিশ্বকাপেও জয় পেয়েছেন। ফলে, প্রত্যাশার চাপ অনেকটাই বেশি। তাঁর কথায়, “ফাইনাল সবসময়ই আলাদা। কিন্তু আমরাও ভালো খেলছি। গোটা টুর্নামেন্ট জুড়ে আমরা ঠান্ডা মাথায় ভালো ফুটবল খেলেছি। ম্যাচ উপভোগ করেছি এবং ফাইনালেও আমরা সেটাই করব।”
শেষপর্যন্ত, মেসিদের হাতে কোপা আমেরিকা (Copa America) ট্রফি উঠবে কিনা তা বলবে সময়। কিন্তু এই মেগা ফাইনাল নিয়ে ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করে দিয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।