Copa America: টাইব্রেকারে জয় তাদের, সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন দল?

Published : Jul 06, 2024, 11:42 AM IST
COPA AMERICA 2024

সংক্ষিপ্ত

কোপা আমেরিকার (Copa America 2024) সেমিফাইনালে নিজেদের প্রতিপক্ষ পেয়ে গেল আর্জেন্টিনা (Argentina)। টাইব্রেকারে জিতে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল কানাডা (Canada)। আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে তারা।

কোপা আমেরিকার (Copa America 2024) সেমিফাইনালে নিজেদের প্রতিপক্ষ পেয়ে গেল আর্জেন্টিনা (Argentina)। টাইব্রেকারে জিতে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল কানাডা (Canada)। আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে তারা।

শনিবার, সকালে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পেল কানাডা। শুক্রবার, কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে জয় পায় আর্জেন্টিনা। শনিবারও, কোপায় ম্যাচ গড়াল টাইব্রেকার অবধি। নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচের ফলাফল ছিল ১-১। টাইব্রেকারে নায়ক হয়ে উঠলেন কানাডা গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপেউ (Maxime Crepeau)।

তিনি ভেনেজুয়েলার দুটি পেনাল্টি সেভ করে দেন। আর তাতেই সেমিফাইনালে ওঠার রাস্তা পাকা করে ফেলে কানাডা। এবার তাদের সামনে আর্জেন্টিনা। উল্লেখ্য, এই ম্যাচের ১২ মিনিটে, গোল করে কানাডাকে এগিয়ে দেন জেকব শাফেলবার্গ।

প্রথমার্ধে ১-০ গোলে থেকেই শেষ করে তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে গোল শোধ করে দেয় ভেনেজুয়েলা। খেলার ৬৩ মিনিটে, সলমন রন্ডন গোল করে সমতা ফিরিয়ে আনেন এই ম্যাচে। প্রায় ৩৫ গজ দূর থেকে নেওয়া তাঁর দূরপাল্লার শট জালে জড়িয়ে যায়। ম্যাচের ফলাফল দাঁড়ায় ১-১। এরপর অবশ্য কোনও দলই আর গোল করতে পারেনি।

অন্যদিকে, শুক্রবার ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন মেসিরা এবার সেমিফাইনালে খেলবেন কানাডার বিরুদ্ধে। আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।

এদিকে, শনিবার রাতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া এবং পানামা। রবিবার, সকালে খেলতে নামবে ব্রাজিল। তারা খেলবে উরুগুয়ের বিরুদ্ধে। আর এই দুই ম্যাচের বিজয়ী দলই মুখোমুখি হবে সেমিফাইনালে। আগামী ১১ জুলাই অনুষ্ঠিত হবে সেই ম্যাচ।

তবে তার আগে প্রথম সেমিফাইনালে কারা মুখোমুখি হবে, তা কার্যত পরিষ্কার। আর্জেন্টিনা বয়াম কানাডা খেলতে নামবে প্রথম সেমিফাইনালে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?