Copa America 2024: ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল, প্যারাগুয়েকে ৪-১ উড়িয়ে কোপা আমেরিকায় ছন্দে ব্রাজিল

Published : Jun 29, 2024, 08:25 AM ISTUpdated : Jun 29, 2024, 08:47 AM IST
vinicius junior

সংক্ষিপ্ত

এবারের কোপা আমেরিকার শুরুটা ভালোভাবে করতে না পারলেও, দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল ব্রাজিল। প্যারাগুয়ের বিরুদ্ধে নিজেদের জেতা চেনালেন ভিনিসিয়াস জুনিয়ররা।

কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ উড়িয়ে দিল ব্রাজিল। জোড়া গোল করে ম্যাচের নায়ক ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধে পেনাল্টি নষ্ট করলেও, দ্বিতীয়ার্ধে সেই পেনাল্টি থেকেই গোল করলেন লুকাস পাকুয়েতা। অপর গোল করলেন স্যাভিও। প্যারাগুয়ের একমাত্র গোলদাতা ওমর আলদেরেতে। প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করার ফলে চাপে পড়ে গিয়েছিল ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে সহজ জয় অনেকটাই চাপ কমিয়ে দিল। ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি -তে দ্বিতীয় স্থানে ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে জয় পেলেই শীর্ষে থেকে নক-আউটের যোগ্যতা অর্জন করবে ব্রাজিল।

দাপট দেখিয়ে জয় ব্রাজিলের

নক-আউটের যোগ্যতা অর্জন করতে হলে প্যারাগুয়ের বিরুদ্ধে এই ম্যাচে ব্রাজিলকে জয় পেতেই হত। সেই লক্ষ্যে শুরু থেকেই আক্রমণে ঝাঁপান ভিনিসিয়াসরা। তবে প্রথমার্ধের শুরুতে লড়াই করছিল প্যারাগুয়ে। ৩১ মিনিটে পাকুয়েতা পেনাল্টি নষ্ট করায় ব্রাজিলের উপর চাপ বেড়ে যায়। তবে ৪ মিনিট পর পাকুয়েতার পাস থেকেই গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়াস। ৪৩ মিনিটে ব্যবধান বাড়ান স্যাভিও। এরপর সংযোজিত সময়ের শেষদিকে প্যারাগুয়ের ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ভিনিসিয়াস। প্রথমার্ধে ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে ০-৩ পিছিয়ে থাকার পর প্যারাগুয়ের আর ম্যাচে ফেরার সুযোগ ছিল না। তবে লড়াই করে তারা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ৪ মিনিটের মধ্যে দূরপাল্লার অসাধারণ শটে ব্যবধান কমান আলদেরেতে। তবে ৬৫ মিনিটে পাকুয়েতা পেনাল্টি থেকে গোল করার পর প্যারাগুয়ের লড়াই শেষ হয়ে যায়।

রক্ষণে জোর দিতে হবে ব্রাজিলকে

এবারের কোপা আমেরিকায় প্রথম জয় পেলেও, নক-আউটে জয় পেতে হলে ব্রাজিলের রক্ষণে ফাঁকফোকর রাখা চলবে না। এদিন বেশ কয়েকবার ভালো আক্রমণ করেছিল প্যারাগুয়ে। শেষদিকে তারা গোলও করে ফেলেছিল। যদিও অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়। পরের ম্যাচে রক্ষণে ভুল করলে চলবে না ব্রাজিলের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Copa America 2024 Chile Vs Argentina: শেষমুহূর্তে গোল লাউতারো মার্টিনেজের, চিলির বাধা টপকে দ্বিতীয় জয় আর্জেন্টিনার

Copa America 2024 Brazil Vs Costa Rica: গ্যালারিতে বসে ম্যাচ দেখলেন নেইমার, কোস্টারিকার সঙ্গে ড্র ব্রাজিলের

Lionel Messi Birthday: ছোটবেলার প্রেম আন্তোনেলার সঙ্গেই বিচ্ছেদ হয়েছিল! মেসির জন্মদিনে গোপন কথা প্রকাশ্যে

PREV
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?