এবারের কোপা আমেরিকায় ব্রাজিলের সাফল্য নিয়ে অনেকেই সংশয়ে। ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডিনহোও দলের উপর ভরসা রাখতে পারছেন না। সমর্থকরাও ব্রাজিলের খেলায় হতাশ।
# ব্রাজিল-প্যারাগুয়ে ম্যাচ শেষ। ৪-১ জয় পেল ব্রাজিল।
# ৮৮ মিনিটে গোল করে ফেলেছিলেন প্যারাগুয়ের গুস্তাভো ভেলাজকুয়েজ। তবে অফসাইডের জন্য বাতিল হল সেই গোল।
# ৮১ মিনিটে লাল কার্ড দেখলেন আন্দ্রেস কিউবাস। ফলে ১০ জনে হয়ে গেল প্যারাগুয়ে।
# ৭৯ মিনিটে ফুটবলার পরিবর্তন ব্রাজিলের। লুকাস পাকুয়েতার পরিবর্তে মাঠে নামলেন আন্দ্রিয়াস পেরেইরা।
# ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল লুকাস পাকুয়েতার। এবার আর ভুল করলেন না তিনি। প্যারাগুয়ের বিরুদ্ধে ৪-১ এগিয়ে গেল ব্রাজিল।
# বক্সের মধ্যে ম্যাথিয়াস ভিলাস্যান্টির হাতে বল লাগায় পেনাল্টি পেল ব্রাজিল।
# ৬২ মিনিটে ভালো আক্রমণ গড়ে তুলেছিলেন লুকাস পাকুয়েতা। কিন্তু প্যারাগুয়ের ডিফেন্ডাররা সেই আক্রমণ রুখে দিলেন।
# ৫৫ মিনিটে দূরপাল্লার শট নেন রডরিগো। তবে সেই শট সেভ করে দেন প্যারাগুয়ের গোলকিপার রডরিগো মারিয়া মরিনিগো অ্যাকোস্টা।
# ৫১ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শট নেন জুলিও এনসিসো। তবে এবার দুরন্ত সেভ করেন ব্রাজিলের গোলকিপার অ্যালিসন বেকার।
# দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান কমাল প্যারাগুয়ে। ৪৯ মিনিটে দূরপাল্লার শটে গোল করলেন ওমর আলদেরেতে। ম্যাচ এখন ব্রাজিলের পক্ষে ৩-১।
# শুরু দ্বিতীয়ার্ধের খেলা। প্যারাগুয়ের বিরুদ্ধে গোলসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ব্রাজিল।
# প্রথমার্ধের খেলা শেষ। প্যারাগুয়ের বিরুদ্ধে ৩-০ এগিয়ে ব্রাজিল। চলতি কোপা আমেরিকায় প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয় ম্যাচে জয়ের পথে ব্রাজিল।
# প্রথমার্ধের সংযোজিত সময়ে ফের গোল ভিনিসিয়াস জুনিয়রের। প্যারাগুয়ের বিরুদ্ধে ৩-০ এগিয়ে গেল ব্রাজিল।
# ৪৩ মিনিটে গোল স্যাভিওর। প্যারাগুয়ের বিরুদ্ধে ২-০ এগিয়ে গেল ব্রাজিল।
# ৪০ মিনিটে বক্সের মধ্যে বল পেয়ে শট নেন প্যারাগুয়ের ম্যাথিয়াস ভিলাস্যান্টি। তবে তাঁর শট বারের উপর দিয়ে উড়ে যায়।
# ৩৫ মিনিটে লুকাস পাকুয়েতার কাছ থেকে বল পেয়ে বক্সের মধ্যে থেকে অসাধারণ শটে গোল করলেন ভিনিসিয়াস জুনিয়র। প্যারাগুয়ের বিরুদ্ধে ১-০ এগিয়ে ব্রাজিল।
# ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন লুকাস পাকুয়েতা। ফলে এগিয়ে যাওয়ার সুযোগ হারাল ব্রাজিল।
# এখনও পর্যন্ত খুব একটা উচ্চতায় পৌঁছয়নি ব্রাজিল-প্যারাগুয়ে ম্যাচ। ব্রাজিল গোল করার চেষ্টা করছে কিন্তু কোনও আক্রমণই দানা বাঁধছে না।
# ২৩ মিনিটে রডরিগোর কর্নার কিক থেকে মার্কুইনহোসের হেড অল্পের জন্য বারের উপর দিয়ে চলে গেল।
# নিজেদের খেলার পরিচিত ধরন অনুযায়ী ছোট ছোট পাসে আক্রমণ গড়ে তোলার চেষ্টা করছে ব্রাজিল। কিন্তু এখনও পর্যন্ত এই কৌশল কাজে লাগেনি।
# ১৮ মিনিটে ভালো জায়গায় ফ্রি-কিক পেয়েছিল ব্রাজিল। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের শট প্যারাগুয়ের ডিফেন্ডারদের গায়ে লেগে বাইরে চলে যায়। কর্নার কিক থেকে ড্যানিলোর হেড মাঠের বাইরে চলে গেল।
# ব্রাজিলের রক্ষণে চাপ তৈরি করছে প্যারাগুয়ে। বারবার আক্রমণে উঠছেন জুলিও এনসিসোরা। তবে সজাগ ড্যানিলোরা। ফলে প্যারাগুয়ের আক্রমণ রুখে দিতে সক্ষম হচ্ছে ব্রাজিলের রক্ষণ।
# ব্রাজিল-প্যারাগুয়ে ম্যাচের ১০ মিনিট পেরিয়ে গেল। এখনও গোলশূন্য ম্যাচ। শুরু থেকেই গোলের লক্ষ্যে ব্রাজিল। কিন্তু প্যারাগুয়েও আক্রমণ করছে।
# প্যারাগুয়ের বিরুদ্ধে ব্রাজিলের প্রথম একাদশে আছেন- অ্যালিসন বেকার, ড্যানিলো, মার্কুইনহোস, এডার মিলিটাও, ওয়েন্ডেল, ব্রুনো গিমেরেস, জোয়াও গোমস, স্যাভিও, লুকাস পাকুয়েতা, রডরিগো ও ভিনিসিয়াস জুনিয়র।
এবারের কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল। শনিবার দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, রডরিগোরা। এই ম্যাচ জিততে না পারলে গ্রুপ থেকেই ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। ফলে ব্রাজিলের কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্যারাগুয়ের বিরুদ্ধেও ব্রাজিল দলে নেই অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়র। কোস্টারিকার বিরুদ্ধে ব্রাজিলের আক্রমণে ভেদশক্তির অভাব দেখা গিয়েছিল। প্যারাগুয়ের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব গোল পেতে হবে। না হলে খেলা যত গড়াবে ততই ব্রাজিলের উপর চাপ বাড়বে। সারা বিশ্বে ছড়িয়ে থাকা ব্রাজিল সমর্থকরা এই ম্যাচের দিকে তাকিয়ে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।