Copa America Final: টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জয়ের লক্ষ্যে মেসি, কলম্বিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার রেকর্ড কেমন?

Published : Jul 14, 2024, 12:56 AM ISTUpdated : Jul 14, 2024, 01:10 AM IST
Argentina Training

সংক্ষিপ্ত

এখন বিশ্বের সেরা দল আর্জেন্টিনা। এবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়া থেকে একধাপ দূরে লিওনেল মেসিরা। পরপর ২ বার কোপা আমেরিকা জয়ের লক্ষ্যে মেসি।

১৫ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে উরুগুয়ের সঙ্গে একই সারিতে আর্জেন্টিনা। এবার চ্যাম্পিয়ন হলে উরুগুয়েকে টপকে কোপা আমেরিকায় সবচেয়ে সফল দল হয়ে উঠবে আর্জেন্টিনা। সেই লক্ষ্যেই কলম্বিয়ার বিরুদ্ধে খেলতে নামছেন লিওনেল মেসিরা। গতবার কোপা আমেরিকাতেই আর্জেন্টিনার হয়ে প্রথম খেতাব জেতেন মেসি। এরপর তিনি আর্জেন্টিনাকে তৃতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেন। এবার টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জেতাই মেসির লক্ষ্য। কেরিয়ারের শেষ প্রান্তে এসে জাতীয় দলের হয়ে অসাধারণ সাফল্য পাচ্ছেন মেসি। এবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে সেই রেকর্ড উন্নত করাই তাঁর লক্ষ্য। মেসির সতীর্থরাও জাতীয় দলকে সাফল্য এনে দিতে তৈরি।

কলম্বিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার রেকর্ড কেমন?

কোপা আমেরিকা ফাইনালের আগে পর্যন্ত কলম্বিয়ার বিরুদ্ধে ৪৩ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে ২৬ ম্যাচে জয় পেয়েছেন মেসিরা। ৯ ম্যাচে জয় পেয়েছে কলম্বিয়া। ৮ ম্যাচ ড্র হয়েছে। ফলে দলগত শক্তির মতোই রেকর্ডও আর্জেন্টিনার পক্ষে। কলম্বিয়ার বিরুদ্ধে এই রেকর্ড বজায় রাখাই মেসিদের লক্ষ্য।

গোল পেয়ে আত্মবিশ্বাসী মেসি

এবারের কোপা আমেরিকার শুরুতে গোল পাচ্ছিলেন না মেসি। ফলে কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিল আর্জেন্টিনা শিবির। মেসির ফর্ম নিয়ে ফুটবল দুনিয়ায় আলোচনা শুরু হয়েছিল। তবে সেমি-ফাইনালে কানাডার বিরুদ্ধে গোল পেয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। ফলে তাঁর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধেও মেসির গোল দেখার লক্ষ্যে আর্জেন্টিনা শিবির। কলম্বিয়ার ফুটবলাররা শরীর ব্যবহার করে খেলেন। চোরাগোপ্তা ট্যাকলও করেন তাঁরা। ফলে চোট এড়ানোর ব্যাপারে সতর্ক থাকতে হবে মেসিদের। ৯০ মিনিটের মধ্যেই ম্যাচ শেষ করতে চায় আর্জেন্টিনা। যদিও এবারের কোপা আমেরিকায় টাইব্রেকারে জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। তবে ফাইনালে সেই ঝুঁকি নিতে নারাজ আর্জেন্টিনা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Brazil Football: মাঠেই গোলকিপারকে গুলি পুলিশের! কেন ঘটল এই ভয়ঙ্কর কাণ্ড? দেখুন ভিডিও

UEFA EURO 2024: কোপা আমেরিকা তো নাগালের বাইরে, ইউরো কাপ সেমি-ফাইনালও দেখা গেল না, কেন বঞ্চিত কলকাতার ফুটবলপ্রেমীরা?

Copa America: কোপা আমেরিকা সেমি-ফাইনালে হেরে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারপিট উরুগুয়ের ফুটবলারদের, ভাইরাল ভিডিও

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?