Kolkata Derby: 'বড় ম্যাচের টেম্পারামেন্ট নিতে পারে না,' কলকাতা ডার্বি জিতে রেফারি প্রাঞ্জলকে তোপ দেবব্রত সরকারের

মরসুমের প্রথম কলকাতা ডার্বি জিতে শুরুটা ভালোভাবেই করল ইস্টবেঙ্গল। চলতি কলকাতা লিগে টানা তৃতীয় ম্যাচে জয় পেয়ে উজ্জীবিত লাল-হলুদ শিবির। অন্যদিকে, চলতি কলকাতা লিগে এখনও জয়হীন মোহনবাগান সুপার জায়ান্ট।

বড় ম্যাচে যে দল হেরে যায়, তারাই সাধারণত রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা লিগের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে জয়ের পর রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, 'আজকের মাঠের নায়ক প্রাঞ্জল। আমাদের বহু মানুষ প্রাঞ্জলকে নিয়ে আপত্তি করছিল। আমার মনে হয়, প্রাঞ্জল খুব বড় রেফারি। কিন্তু ও ঠিক বড় ম্যাচটার টেম্পারামেন্ট নিতে পারে না। আমি বলছি না ইন্টেনশনালি করেছে। হয়তো বড় ম্যাচের চাপ নিতে পারে না। ভবিষ্যতে আমাদের ভাবতে হবে। আমাদের ক্লাবও ভাববে। আইএফএ-র সঙ্গেও কথা বলব। খুব দৃষ্টিকটূভাবে রেফারিং করিয়েছে। হয়তো অক্ষমতা প্রকাশ পেয়েছে।'

দলের জয়ে খুশি দেবব্রত

Latest Videos

কলকাতা ডার্বি জয় প্রসঙ্গে দেবব্রত বলেন, 'টিম ভালো খেলেছে। আরও ভালো খেলতে হবে। সবে তিনটে ম্যাচ খেলেছে। ডার্বিটা আর একটু পরে হলে ভালো হত। আরও ভালো ম্যাচ খেলা যেত। আমরা আস্তে আস্তে ইমপ্রুভ করব। আমাদের প্রচুর ছেলে আছে। আরও ১৫-২০টা ছেলে আছে যারা আস্তে আস্তে লাইনে আসবে। এখান থেকে আমাদের সিনিয়র টিমে নিতে হবে। পরিকল্পনা আছে। আশা করি এ বছরও আমরা দুটো-তিনটে ছেলেকে নিতে পারব।'

আনোয়ার আলিকে নিয়ে ইস্টবেঙ্গলের অবস্থান কী?

জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলিকে নিয়ে এখন ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্টের লড়াই চলছে। যদিও সে কথা মানতে নারাজ দেবব্রত। তাঁর কৌশলী জবাব, 'ওটা তো দিল্লি এফসি বনাম মোহনবাগান। ওখানে আমাদের কী করার আছে! এই দুটো ক্লাবের লড়াই। দেখা যাক ওই ক্লাবের লড়াইয়ে কে জেতে। ভবিষ্যতে কী হবে ওই দুটো ক্লাব বলতে পারবে।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Kolkata Derby: 'লাল-হলুদের ঝড়ের নাম ইস্টবেঙ্গল,' মরসুমের প্রথম কলকাতা ডার্বিতে উড়ে গেল মোহনবাগান

East Bengal: কলকাতা ডার্বির আগের রাতে চলে এলেন 'দ্য ওয়াল', উজ্জীবিত লাল-হলুদ শিবির

Kolkata Derby: ডুরান্ড কাপের সূচি প্রকাশিত, ফের বেজে গেল কলকাতা ডার্বির দামামা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল