সংক্ষিপ্ত

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ব্রাজিলের তারকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র? তাঁর আচরণ তেমনই ইঙ্গিত দিচ্ছে। কিন্তু ভিনিসিয়াস কেন বিশ্বের অন্যতম সেরা ক্লাব ছাড়বেন, সেটা স্পষ্ট নয়।

অর্থ গুরুত্বপূর্ণ না দীর্ঘদিন সেরা জায়গায় থাকা? এই মুহূর্তে ফুটবল বিশ্বে ব্রাজিলের সবচেয়ে উজ্জ্বল তারকা ভিনিসিয়াস জুনিয়র অর্থই বেছে নিচ্ছেন। এখনও ২৫ বছর বয়স হয়নি। এই বয়সে ফুটবলাররা সেরা ক্লাবের হয়ে খেলতে চান। কিন্তু ভিনিসিয়াস ইউরোপের ক্লাব ফুটবলে সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ ছাড়তে চাইছেন। স্পেনের এই ক্লাবের পক্ষ থেকে ভিনিসিয়াসের সঙ্গে চুক্তি বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছিল। দু'সপ্তাহ আগে এ বিষয়ে আলোচনাও হয়। কিন্তু রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি বৃদ্ধি করতে রাজি হননি ভিনিসিয়াস। কারণ, তাঁকে যে আর্থিক প্রস্তাব দেওয়া হয়েছে তা পছন্দ হয়নি। আরও অর্থ চাইছেন এই ব্রাজিলিয়ান তারকা। রিয়াল মাদ্রিদ সেই অর্থ দিতে রাজি হবে কি না, তা স্পষ্ট নয়। ফলে দলবদল করতে পারেন ভিনিসিয়াস।

একাধিক ক্লাবের প্রস্তাব

রিয়াল মাদ্রিদ ছাড়লে বেশি অর্থে অন্য কোনও ক্লাবে যোগ দেবেন ভিনিসিয়াস। ইতিমধ্যেই তিনি একাধিক ক্লাবের পক্ষ থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছেন। সৌদি প্রো লিগের ক্লাবগুলি অর্থের ঝুলি নিয়ে ভিনিসিয়াসের দরজায় কড়া নাড়ছে। সৌদি আরবের কোনও ক্লাবে সই করলে পাঁচ বছরের চুক্তিতে বিপুল অর্থ পাবেন ভিনিসিয়াস। প্যারিস সাঁ-জা-ও বিপুল অর্থের বিনিময়ে এই ব্রাজিলিয়ান তারকাকে দলে নিতে চাইছে। পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপে। পাল্টা ভিনিসিয়াসকে দলে নিয়ে রিয়াল মাদ্রিদকে জবাব দিতে চাইছে পিএসজি।

ফ্রি এজেন্ট হিসেবে দলবদল করবেন ভিনিসিয়াস?

পিএসজি-র সঙ্গে চুক্তি বৃদ্ধি না করে ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন এমবাপে। পাল্টা ভিনিসিয়াস যদি ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি-তে যোগ দেন, তাহলে রিয়াল মাদ্রিদের আর্থিক ক্ষতি হবে। ঠিক সেটাই চাইছে পিএসজি। তবে কেরিয়ারের মধ্যগগনে থাকার সময় ভিনিসিয়াস কেন ইউরোপের সেরা ক্লাব ছেড়ে দ্বিতীয় সারির ক্লাবে যোগ দেবেন, তা বোঝা যাচ্ছে না। প্রথমসারির কোনও ক্লাবে না থাকলে এই ব্রাজিলিয়ান তারকার কেরিয়ারের ক্ষতি হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'বিপজ্জনক' এমবাপেকেই দরকার, গেটাফের বিরুদ্ধে পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত রিয়াল মাদ্রিদ কোচ

এবারও জাতীয় দলে সুযোগ পেলেন না, কী সমস্যা হচ্ছে রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপের?

লা লিগায় প্রথম গোল কিলিয়ান এমবাপের, রিয়াল বেটিসের বিরুদ্ধে সহজ জয় রিয়াল মাদ্রিদের