কোপা ডেল রে সেমি ফাইনালে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ লড়াই, পিছিয়ে যাচ্ছে ম্যাচ

ফের রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা লড়াই প্রত্যক্ষ করতে চলেছেন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। স্পেনের চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াই দেখার অপেক্ষায় সমর্থকরা।

Web Desk - ANB | Published : Jan 30, 2023 5:31 PM IST / Updated: Jan 30 2023, 11:27 PM IST

কিছুদিন আগেই সৌদি আরবে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সেই ম্যাচে ৩-১ গোলে জিতে স্প্যানিশ সুপার কাপ নিজেদের দখলে নেয় বার্সা। লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর এই প্রথম ট্রফি আসে ক্যাম্প ন্যু-তে। এবার কোপ ডে রে সেমি ফাইনালে ফের রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। অন্য সেমি ফাইনালে ওসাসুনার মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাও। সেমি ফাইনালের প্রথম লেগের ম্যাচ আগামী সপ্তাহেই হওয়ার কথা ছিল কিন্তু রিয়াল মাদ্রিদ সেই সময় ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে মরক্কো যাবে। ফলে ৮ ফেব্রুয়ারি কোপা ডেল রে সেমি ফাইনাল হচ্ছে না। মার্চে এই ম্যাচ হতে পারে। চলতি মরসুমে প্রথম এল ক্লাসিকোতে ৩-১ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। লা লিগায় সেই হারের বদলা সৌদি আরবে নেয় বার্সা। এবার চলতি মরসুমের তৃতীয় এল ক্লাসিকো হতে চলেছে। ২ দলই জয় পেতে মরিয়া। ফলে দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করতে পারেন ফুটবলপ্রেমীরা।

এর আগে শেষবার যখন কোপা ডেল রে-তে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ লড়াই হয়, সেই ম্যাচে শেষ হাসি হেসেছিল লিওনেল মেসির দলই। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ স্যান্তিয়াগো বার্নাব্য়ুতে কোপা ডেল রে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ৩-০ জয় পায় বার্সেলোনা। এবার সেই হারের বদলা নিতে মরিয়া থাকবে রিয়াল মাদ্রিদ। বার্সাও সম্মানের লডা়ইয়ে হারতে চাইবে না। ফলে জমজমাট লড়াই হতে পারে। এবার কোপা ডেল রে সেমি ফাইনালের প্রথম লেগ হবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে। দ্বিতীয় লেগ হবে ক্যাম্প ন্যু-তে।

কোপা ডেল রে-তে সবচেয়ে সফল দল বার্সেলোনা। ৩১ বার এই ট্রফি গিয়েছে ক্যাম্প ন্যু-তে। ২৩ বার কোপা ডেল রে চ্যাম্পিয়ন হয়েছে অ্যাথলেটিক বিলবাও। তৃতীয় সফল দল রিয়াল মাদ্রিদ ১৯ বার এই ট্রফি জিতেছে। তবে ২০১৪ সালের পর আর কোপা ডে রে জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। ওসাসুনা এখনও পর্যন্ত একবারও কোপা ডেল রে চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০০৫ সালে ফাইনালে রিয়াল বেতিসের কাছে হেরে যায় ওসাসুনা। ফলে এবারও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অ্যাথলেটিক বিলবাও। 

এবারের কোপা ডেল রে কোয়ার্টার ফাইনালে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে দিয়েছে বার্সেলোনা। অন্য কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে দেয় রিয়াল মাদ্রিদ। সেমি ফাইনালের দিন এখনও ঠিক না হলেও, ৬ মে এবারের কোপা ডেল রে ফাইনাল।

আরও পড়ুন-

অবসর নেওয়ার আগে ফের ইউরোপের ক্লাবে খেলবেন রোনাল্ডো, দাবি আল-নাসর কোচের

আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের জন্যই বদলে যাচ্ছে পেনাল্টির নিয়ম!

মার্কিন যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবেন মেসিরা

Share this article
click me!