Cristiano Ronaldo: আল-খলিজের বিরুদ্ধে ড্র, সমর্থকদের ক্ষোভের মুখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Published : May 09, 2023, 05:07 PM IST

সৌদি আরবের ক্লাব আল-নাসরে সই করার পর থেকে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল-নাসর সমর্থকদের ক্ষোভের মুখে পড়েছেন 'সিআরসেভেন'।

PREV
110
ফের গোল করতে ব্যর্থ, আল-নাসর সমর্থকদের রোষের মুখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সৌদি প্রো লিগে আল-খলিজের সঙ্গে ১-১ ড্র করল আল-নাসর। লিগ টেবলে দ্বিতীয় স্থানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব। গোল করতে ব্যর্থ হওয়ায় সমর্থকদের রোষের মুখে পড়তে হল রোনাল্ডোকে।

210
সৌদি প্রো লিগে ক্রমশঃ পিছিয়ে পড়ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল-নাসর

সৌদি প্রো লিগের শীর্ষে থাকা আল-ইত্তিহাদের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে পড়েছে আল-নাসর। চলতি মরসুমে আর ৪ ম্যাচ বাকি। ফলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলের চ্যাম্পিয়ন হওয়ার আশা কমছে। এই পরিস্থিতিতে দলের সবচেয়ে নামী তারকার প্রতি সমর্থকদের ক্ষোভ বাড়ছে।

310
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে দ্বিধাবিভক্ত আল-নাসর সমর্থকরা, সোশ্যাল মিডিয়ায় চলছে তর্ক

আল-খলিজের বিরুদ্ধে ড্র করার পর থেকেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পারফরম্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় আল-নাসর সমর্থকদের মধ্যে তর্ক চলছে। একাংশ রোনাল্ডোকে সমর্থন করলেও, বাকিরা পর্তুগিজ তারকার তীব্র সমালোচনা করছেন।

410
আল-খলিজের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পর মেজাজ হারান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সৌদি প্রো লিগের এই ম্যাচ শেষ হওয়ার পর যখন সৌজন্য বিনিময় করছিলেন আল-নাসর ও আল-খলিজের ফুটবলাররা, তখন হঠাৎ মেজাজ হারান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল-খলিজের এক কর্তা তাঁর সঙ্গে সেলফি তুলতে যান। তাঁকে ধাক্কা মেরে সরিয়ে দেন রোনাল্ডো।

510
সৌদি আরবের ক্লাবে সই করার পর থেকে একাধিকবার মেজাজ হারিয়েছেন রোনাল্ডো

সৌদি আরবের ক্লাব আল-নাসরে সই করার পর থেকে বারবার মেজাজ হারাতে দেখা গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। লিওনেল মেসির নাম ধরে চিৎকার করে তাঁকে কটাক্ষ করেছেন সমর্থকরা। মাঠ ছাড়ার সময় জলের বোতলে লাথি মারতেও দেখা গিয়েছে রোনাল্ডোকে।

610
নিজের ক্লাব আল-নাসরের কর্মকর্তাকেও রেয়াত করেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

কিং কাপের সেমি-ফাইনালে আল-ওয়েদার বিরুদ্ধে প্রথমার্ধের শেষে পিছিয়ে ছিল আল-নাসর। ম্যাচের বিরতিতে ড্রেসিংরুমে ফেরার সময় নিজের দল আল-নাসরেরই এক কর্মকর্তার সঙ্গে খারাপ ব্যবহার করন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

710
আল-নাসর সমর্থকদের 'মেসি-মেসি' চিৎকারের পাল্টা অশালীন আচরণ রোনাল্ডোর

আল-হিলালের বিরুদ্ধে আল-নাসরের হারের পর যখন মাঠ ছাড়ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তখন 'মেসি-মেসি' চিৎকার করে তাঁকে কটাক্ষ করেন আল-নাসর সমর্থকরা। পাল্টা অশালীন আচরণ করেন রোনাল্ডো।

810
আল-ফেইহার বিরুদ্ধে গোল করতে ব্যর্থ হওয়ার পরেও মেজাজ হারান রোনাল্ডো

আল-ফেইহার বিরুদ্ধে গোল করতে ব্যর্থ হন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর দল সেই ম্যাচ ড্র করে। এরপর মাঠ ছাড়ার সময় মেজাজ হারান রোনাল্ডো। তিনি অখেলোয়াড়োচিত আচরণ করেন। 

910
ম্যাচ চলাকালীন মেজাজ হারিয়ে হলুদ কার্ডও দেখতে হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে

আভা এফসি-র বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধের শেষদিকে বল নিয়ে বিপক্ষের বক্সের কাছাকাছি পৌঁছে যান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই সময় বিরতির বাঁশি বাজান রেফারি। মেজাজ হারিয়ে শট নিয়ে গ্যালারিতে বল পাঠিয়ে দেন রোনাল্ডো। তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি।

1010
ওল্ড ট্র্যাফোর্ডে থাকার সময় মেজাজ হারিয়ে এক সমর্থকের ফোন ভেঙে দেন রোনাল্ডো

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দ্বিতীয়বার যোগ দেওয়ার পর গুডিসন পার্কে এভার্টনের বিরুদ্ধে হারের পর মাঠ ছাড়ার সময় এক সমর্থকের ফোন ভেঙে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর জন্য তাঁকে শাস্তির মুখে পড়তে হয়। 

click me!

Recommended Stories